Entertainment

প্রেমে মজেছেন ভিকি ক্যাটরিনা, ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে

Published by
News Desk

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডে ২টি সফল নাম। ইতিমধ্যেই ভিকি কৌশল জিতে নিয়েছেন জাতীয় পুরস্কার। আর ক্যাটরিনার একগুচ্ছ হিট ছবি রয়েছে বলিউডে। বলিউডের অন্যতম সুন্দরী নায়িকাও তিনি। এবার সেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠল। কারণ যে নেই এমনও নয়। ২ জন যেভাবে একে অপরের সঙ্গে দিওয়ালী পার্টির মাঝখান থেকে বেরিয়ে এলেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিকি ও ক্যাটরিনা দুজনের এক বন্ধুর বাড়িতে ছিল দিওয়ালী পার্টি। সেই পার্টিতে যোগ দেন দুজনে। কিন্তু পার্টি যখন জমে উঠেছে তার মাঝেই এক সময়ে দুজনে পার্টি ছেড়ে বেরিয়ে আসেন। দুজনেই বেরিয়ে এসে চলে যাননি। বরং অপেক্ষমাণ ক্যামেরাম্যানদের পোজ দেন। হাসিমুখে পোজ দেন। ঝলসে ওঠে ফ্ল্যাশ। তারপর ছবি তোলা হয়ে গেলে তাঁরা বেরিয়ে যান।

ভিকি ও ক্যাটরিনা ২ জনেই অবশ্য নিজের নিজের গাড়িতে বেরিয়ে যান। এক সঙ্গে এক গাড়িতে নয়। ভিকির পরনে ছিল শেরওয়ানি। আর ক্যাটরিনার ঘাঘরা চোলি। ২ জনেই পরেছিলেন ভারতীয় পোশাক। ২ জনেই একসঙ্গে পার্টি ছাড়লেন। ২ জনেই একসঙ্গে ছবি তুললেন। সব মিলিয়ে একটা প্রেম প্রেম গন্ধ পাচ্ছেন অনেকে। যদিও ভিকি ও ক্যাটরিনার ঘনিষ্ঠদের দাবি, এসব কিছু নয়। ২ জনেই এখনও সিঙ্গল। কেউ প্রেমটেম করছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Katrina Kaif

Recent Posts