Entertainment

সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

Published by
News Desk

সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক বেশ গভীরে পৌঁছেছে, এমন একটা গুজগুজ একটা সময় জুড়ে বলিউডের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে। দুজনের নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এমন কথাও কান পাতলে শোনা যেত। যদিও তা অতীত। সলমন-ক্যাটরিনা বলিউডে একের পর এক হিট ছবি দিয়েছে। যারমধ্যে রয়েছে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ভারত-এর মত সিনেমা। ভারত আবার এ দেশের সিনেমা হয়ে বিদেশে সবচেয়ে বেশি উপার্জনের রেকর্ড গড়েছে। সেই ক্যাটরিনা এবার সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন।

ক্যাটরিনা জানিয়েছেন, সলমন খানের সঙ্গে ১৬ বছর ধরে কাজ করছেন। সলমন তাঁর খুব ভাল বন্ধু। সলমন একজন খুব ক্ষমতাবান মানুষ। কিন্তু তিনি সকলের পাশেও থাকেন। ক্যাটরিনার দাবি, যখন কারও সলমনকে দরকার পড়েছে, সলমন তাঁর পাশে থেকেছেন। এমনও হয় যে সলমন খান সব সময় সকলের সঙ্গে যোগাযোগ রাখেন না। কিন্তু যদি সমস্যা পড়ে সলমনের সঙ্গে যোগাযোগ করা হয় সলমন সাহায্য করেন।

এখন ক্যাটরিনা ব্যস্ত রোহিত শেঠির সূর্যবংশী-র শ্যুটিংয়ে। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। যাঁর সাথেও ক্যাটরিনার একের পর এক হিট ছবি রয়েছে। অন্যদিকে ৫৩ বছরে পৌঁছনো সলমন খান এখন ব্যস্ত দাবাং-এর সিকোয়েলে। দাবাং ৩-য়ের জন্য ব্যস্ত তিনি। এই সিনেমার পরিচালনা করছেন প্রভুদেবা। প্রভুদেবার নির্দেশনায় আরও একটি সিনেমাও করছেন সলমন খান। যা সম্ভবত আগামী বছর ইদে প্রকাশিত হবে। তবে সেই সিনেমা সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Katrina Kaif

Recent Posts