Entertainment

সুইমস্যুটে ক্যাটরিনা, মুহুর্তে ভাইরাল ছবি

Published by
News Desk

বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের বড় একটা সাঁতারের পোশাকে ছবি পাওয়া যায়না। ফলে তেমন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহুর্তে ভাইরাল হয়ে গেল। একদিনের মধ্যে ছাড়িয়ে গেল ১১ লক্ষ লাইক। এটাই হল ক্যাটরিনার অমোঘ আকর্ষণ। একটা নীল সাঁতারের পোশাকে একটি কাঠের পিলারের পাশে দাঁড়িয়ে ছবি। এমন ছবি অনেক নায়িকাই পোস্ট করে থাকেন। কিন্তু ক্যাটরিনার সেই ছবি যে এমন ঝড় তুলে দেবে তা বোধহয় ক্যাটরিনা নিজেও কল্পনা করতে পারেননি।

আগামী ১৬ জুলাই ক্যাটরিনার জন্মদিন। তার আগেই তিনি পৌঁছে গেছেন মেক্সিকো। নিছক ছুটি কাটানোই উদ্দেশ্য। সেখানে তুলুম সমুদ্র সৈকতে নিজের মত সময় কাটাচ্ছেন ক্যাট। সেই অবসর যাপনের একটি ছবি তিনি পোস্ট করেন ইন্সটাগ্রামে। ব্যস তাতেই ভাইরাল হল ছবিটি। প্রসঙ্গত এবার জন্মদিনটা মেক্সিকোতেই কাটাবেন তিনি। একদম ছুটির মেজাজে।

ক্যাটরিনার সুইমওয়্যারে এই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর কমেন্ট এসেছে। কেউ বলেছেন তাঁকে জলপরীর মত লাগছে। কেউ বলেছেন এই একটি ছবিতেই তিনি ক্যাটরিনার প্রেমে পড়ে গেলেন। কেউ তাঁকে রানির মত লাগছে বলেছেন। এমন কত কমেন্ট! তারমধ্যেই ছবিটা দেখে অর্জুন কাপুর কমেন্ট করেছেন। অর্জুন কিছুটা মজার ছলেই লিখেছেন, দেখে হেঁটো। আশাকরি ছবি তোলার সময় ওই কাঠের পিলারের ওপর দিয়ে হাঁটার চেষ্টা করনি! ক্যাটরিনা উত্তর দিয়েছেন, তিনি অবশ্যই সতর্ক থাকবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Katrina Kaif

Recent Posts