কিশোরী বয়সে একাধিকজনকে চুম্বন করেছিলেন, এতদিন পর অকপট টাইটানিকের নায়িকা
তাঁকে সারা বিশ্ব চিনে যায় টাইটানিক সিনেমার নায়িকা হিসাবে। সেই কেট উইন্সলেট এবার চুমু খাওয়া নিয়ে জীবনের এক গোপনতম কথা জানিয়ে দিলেন সকলকে।
তাঁর ঝুলিতে অনেক বিখ্যাত সিনেমা রয়েছে। তবে ৯০-এর দশকের শেষে মুক্তি পাওয়া টাইটানিক সিনেমায় তাঁকে দেখার পর তিনি সারা বিশ্বে বিখ্যাত হয়ে যান। টাইটানিকের রোজ-কে কেউ ভুলতে পারবেননা। সেই কেট উইন্সলেট একটি পডকাস্টে কথা বলার সময় জানান, তিনি এতদিন যা কোথাও প্রকাশ করেননি, সেকথা তিনি এখানে বলছেন।
স্বভাবতই সকলের মনে কৌতূহলের শেষ ছিলনা। কেট বলেন তিনি তাঁর জীবনের প্রথম মিলনের কথা জানাতে চান। হলিউডের অন্যতম সুন্দরী নায়িকা অকপটে জানান কিশোরী বয়সে তিনি তাঁর প্রথম চুম্বন করেন।
সে সময় তিনি একাধিকজনকে চুম্বন করেছিলেন। কৌতূহলের বশে তিনি কয়েকজন কিশোরী ও কিশোরকে চুম্বন করেন। নিজে কিশোরী হয়ে অন্য কিশোরীকে চুম্বনটা তাঁর ভালই মনে রয়েছে।
১৯৯৪ সালে কেটের একটি সিনেমা মুক্তি পায়। নাম ছিল হেভেনলি ক্রিচার্স। সেই সিনেমায় ২ কিশোরীর সম্পর্কের বিষয়টি ছিল। যা তাঁর বাস্তব জীবনের সঙ্গে মিলে গিয়েছিল। তিনি বাস্তব জীবনেও কিশোরী বয়সে কার্যত অন্য কিশোরীর কাছে এসেছিলেন। তাঁদের গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁরা একে অপরকে চুম্বন করেছিলেন।
তাঁর জীবনের এই দিকটির কথা অনেকেরই অজানা। কারণ কেট এলিজাবেথ উইন্সলেট একথা কারও সঙ্গে এর আগে ভাগ করে নেননি। কেট ৩ বার বিয়ে করেছেন। ৩ বিবাহিত জীবনে তাঁর ১টি করে সন্তান রয়েছে।
৫০ বছর বয়সে পৌঁছে ৩ সন্তানের জননী হলিউডের অন্যতম সফল অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তি কিন্তু তাঁর জীবনের আরও একটি দিক সম্বন্ধে জানতে সাহায্য করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













