National

আরতিকে কেন্দ্র করে বিখ্যাত শিবমন্দিরে যা ঘটল তা কাম্য ছিলনা

একেই শ্রাবণমাস। ভিড় উপচে পড়ছে বিভিন্ন শিবমন্দিরে। তায় আবার দেশের অন্যতম প্রধান শিবমন্দির বলে কথা। সেখানে এমন দৃশ্য নজরে পড়ল যা কাঙ্ক্ষিত ছিলনা।

Published by
News Desk

শ্রাবণমাসে ভগবান শিবকে বিভিন্ন মন্দিরে দর্শন করতে বা তাঁর মাথায় জল ঢালতে বহু ভক্তের সমাগম হয়। দেশের অন্যতম প্রধান এই শিবমন্দিরে তো ভিড় উপচে পড়ছেই। ভক্তের ঢল নামছে প্রতিদিন।

শনিবার সন্ধেয় সেখানে গর্ভগৃহের দরজা বন্ধ করেই আরতি হচ্ছিল। আর সেটাই মেনে নিতে পারেননি কয়েকজন ভক্ত। তাঁরা দাবি করেন তাঁদের আরতি দেখতে দিতে হবে।

যা নিয়ে সেবায়েত ও ভক্তদের মধ্যে প্রথমে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটি চলতে চলতে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। সেবায়েত ও ভক্তদের এই ধস্তাধস্তিকে কেন্দ্র করে মন্দিরে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়।

২ পক্ষে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। পরে ২ পক্ষকে ছাড়িয়ে নেওয়া হয়। মূলত ৪ জন সেবায়েত এই ঘটনায় জড়িত বলে জানা গেছে। তাঁরা মন্দির কমিটিকে বিস্তারিতভাবে তাঁদের অভিযোগ জানিয়েছেন।

অন্যদিকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়া ভক্তরা ৫ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এঁদের মধ্যে ৪ জন সেবায়েত। ঘটনাটি ঘটে কাশী বিশ্বনাথ মন্দিরে।

সেখানে সন্ধের আরতি দেখাকে কেন্দ্র করে এই ঘটনায় প্রবল ভিড়ে এক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। দর্শনও বাধাপ্রাপ্ত হয়। পরে পরিস্থিতি সামাল দিয়ে ফের শুরু হয় দর্শন।

প্রসঙ্গত কিছুদিন আগেও সেবায়েত ও রাজ্য পুলিশের মধ্যে দর্শনকে কেন্দ্র করে অশান্তির জেরে ধর্নায় বসেন সেবায়েতরা। বিশ্বনাথ দর্শনের টানে সারা বছরই ভক্তদের ভিড়ে গমগম করে বারাণসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts