National

কাশীর বিশ্বনাথ মন্দিরে খালি পায়ে নয়, বিশেষ চটি পরে ঘুরতে পারবেন ভক্তরা

বারাণসী বা কাশীর প্রধান আকর্ষণ বাবা বিশ্বনাথের মন্দির। সেই মন্দির চত্বরে এখন অন্য মন্দিরের মতই খালি পায়ে থাকতে হয় ভক্তদের। যে নিয়ম মাঘ মাস থেকে বদলাচ্ছে।

Published by
News Desk

পৌষ সংক্রান্তিতেই শেষ হচ্ছে কাশীর বিশ্বনাথ মন্দিরে খালি পায়ে থাকার নিয়ম। এখন মন্দির চত্বরে যে কোনও ভক্তকেই খালি পায়ে থাকতে হয়। ঘুরতে হয়।

মাঘ মাস থেকে সে নিয়ম বদলে যাচ্ছে। কোনও ভক্ত চাইলে মন্দিরে চটি পরে ঘুরতে পারবেন। কিন্তু বিশেষ ধরনের চটি। যা বাড়ি থেকে আনা চপ্পল হবে না।

১৪ জানুয়ারির পর থেকে কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে ভক্তরা ঘুরতে পারবেন বিশেষ ভাবে তৈরি খাদির চটি পরে। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এই চটি তৈরি করবে। যার মূল উপাদান হবে কাগজ।

এই চটি যে কোনও ভক্ত চাইলে কিনে মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরে ওই চটিই একমাত্র ব্যবহার করতে পারবেন তিনি। এই চটি মন্দিরের করিডরের পার্কিং লটে পাওয়া যাবে। এখানেই থাকবে খাদির আউটলেট।

সেখান থেকে ভক্তরা এই চটি কিনতে পারবেন ৫০ টাকা জোড়া দামে। ভক্তরা বলেই নয়, মন্দিরের সদস্যরাও ওই চটি পরে মন্দিরে ঘুরতে পারবেন।

এই চটি কিন্তু ব্যবহার করে ফেলে দিতে হবে। অর্থাৎ একবার মন্দিরে ব্যবহার করে মন্দির থেকে বার হয়ে তা ফেলে দিতে হবে। একবার একজনের জন্যই ব্যবহার্য হবে এই চটি। এতে গ্রীষ্মকালেও ভক্তদের সুবিধা হবে। কারণ এতে পায়ে গরম লাগার সমস্যা থাকবেনা।

মন্দিরে যাঁরা কাজ করেন তাঁরা প্রধানত খালি পায়ে কাজ করেন। একথা জানতে পেরে তাঁদের জন্য পাটের জুতো পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাবনা থেকেই তারা ভক্তদের জন্য চটির আইডিয়া পায় বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts