Entertainment

আসমুদ্রহিমাচলের নতুন হার্টথ্রব কার্তিক

Published by
News Desk

বছরটা ভালই যাচ্ছে কার্তিক আরিয়ানের। ৩ বছরের খরা কাটিয়ে একটা দুর্দান্ত হিট। আর তারপরেই রাতারাতি বলিউড হার্টথ্রব। ভোগ ইন্ডিয়ার বিচারে এবছর দেশের নয়নের মণি তিনিই। এখন এই সম্মানই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন কার্তিক।

গতমাসের শেষে প্রকাশিত হয় ভোগ বিউটি অ্যাওয়ার্ডস-এর বিজয়ীদের নাম। সেখানেই বাজি মাত কার্তিকের। সৌজন্যে লাভ রঞ্জন পরিচালিত ‘সোনু কে টিটু কি সুইটি’। এই একটি ছবিতেই এবছর তিনি জিতে নিয়েছেন আসমুদ্রহিমাচলের মন।

সাধারণ ভক্তদের সেই ভালবাসাকেই স্বীকৃতি জানাল ভোগ। প্রকাশ করল তাদের খুঁজে আনা নতুন হার্টথ্রবের পুরস্কার পাওয়ার ভিডিও। আর সেই ভিডিও কার্তিক নিজের ইন্সটায় শেয়ার করে জানালেন সম্মান উপভোগের কথা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk