Entertainment

৪৫ বছরেও ষোড়শী করিশ্মা কাপুর

Published by
News Desk

বয়স হল ৪৫ বছর। সেই বর্ষপূর্তিকে সামনে রেখে জন্মদিন পালন। সকলেরই হয়। সেলেব্রিটি হলে তার ছবি সামনে আসে। তেমনই হতে পারত একসময়ে বলিউড কাঁপানো হিরোইন করিশ্মা কাপুরের ক্ষেত্রে। ৪৫ বছরের এক মহিলার ক্ষেত্রে পরিবারের সঙ্গে, সন্তানদের সঙ্গে খুব বেশি হলে বন্ধুদের সঙ্গে ছবি হতে পারত। কিন্তু করিশ্মা হাঁটলেন একদম অন্য রাস্তায়। লন্ডনে মা ববিতা ও বোন করিনার সঙ্গে জন্মদিন পালনে করিশ্মা দেখিয়ে দিলেন তিনি রূপোলী পর্দায় এখন না থাকতে পারেন, কিন্তু ফিগার বা রূপে কোনও অংশে তিনি নব্য প্রজন্মের তরুণী হিরোইনদের চেয়ে কম যান না।

নীল টলটলে জলের পুল। তার পিছনে নীল জলের সমুদ্র। মাথায় নীল ঝকঝকে আকাশ। তার মাঝে পুলের ধারে মোনোকিনিতে করিশ্মা কাপুর। শরীরের প্রতিটি বিভঙ্গ আজও আটকে দেয় চোখ। মাপা শরীরে ৪৫ বছর বয়সেও ঝরে পড়ছে ২০ বছরের যৌবন। না বলে দিলে কেউ বিশ্বাস করতে পারবেন না তিনি এখন এক বছর ৪৫-এর মহিলা। এই ছবি করিশ্মা নিজেই পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। বার্তা দিয়েছেন বয়স যাই হোক নিজেকে ভালবাসুন।

গত মঙ্গলবার ২৫ জুন করিশ্মা কাপুর ৪৫ বছরে পা দিয়েছেন। তিনি প্রায় ৭ বছর হল রূপোলী পর্দা থেকে দূরে। এখনও বড় পর্দায় পুরোপুরি ফেরার কোনও পরিকল্পনা তিনি করেননি বলেই জানিয়েছে সংবাদ সংস্থাকে। আপাতত করিশ্মা তাঁর সন্তানদের সঙ্গে সময় কাটাতে চান। বাড়িতেই থাকতে চান। তারপর ফের রূপোলী পর্দায় ফেরার কথা তিনি ভাববেন বলে জানিয়েছেন তিনি। তবে বড় পর্দায় না হলেও করিশ্মাকে অল্টবালাজির একটি ইন্টারনেট ভিত্তিক প্রোজেক্টে দেখা গেছে।

পুলের ধারে মোহময়ী রূপে ছবির পাশাপাশি তিনি আরও বেশ কিছু জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবিগুলির কয়েকটিতে করিশ্মাকে তাঁর বোন করিনা কাপুরের ছেলে তৈমুর আলি খানের সঙ্গে খুনসুটি করতেও দেখা গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts