Entertainment

ছোট্ট তৈমুরের সঙ্গে সময় কাটাতে লং ব্রেক করিনার

Published by
News Desk

১ নয়, ২ নয়, পুরোপুরি ৩ মাসের বিরতি নিচ্ছেন মম করিনা কাপুর খান। বীরে দি ওয়েডিং ছবির ব্যস্ত শ্যুটিং শিডিউলের মধ্যে এই প্ল্যানটা ইতিমধ্যেই সেরে ফেলেছেন বেবো। আশা করা হচ্ছে এইমাসের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে। আর তারপরেই বিরতি শুরু। ২০১৮-র মার্চের আগে তাঁকে আর পাওয়া যাবেনা কোন শ্যুটিং এ।

করিনা কাপুর খান এই ৩ মাস দিতে চান তাঁর পরিবারকে। বিশেষ করে ছোট্ট নবাব তৈমুর আলি খানকে। সামনের ডিসেম্বরেই ছোট্ট তৈমুরের জন্মদিন। মম করিনার কি আরও কোনও প্ল্যান আছে ছোট্ট তইমুরকে নিয়ে? জানার জন্য অপেক্ষা করতে হবে করিনার ফ্যানদের।

Share
Published by
News Desk

Recent Posts