Entertainment

যখন প্লেট চেটে খান করিনা কাপুর খান

ফেভারিট ডিশ কার না থাকে। অতি সাধারণ মানুষ থেকে করিনা কাপুর খান, সকলেরই। করিনা এবার জানালেন প্লেটে কি থাকলে তাঁকে চেটেপুটে খাওয়ার কথা বলতে হয়না।

Published by
News Desk

বলিউড অভিনেত্রী তিনি। রাজ পরিবারের বধূ। কাপুর পরিবারের কন্যা। ফলে অর্থ, যশ, প্রতিপত্তি কোনওটাই তাঁর কম নয়। তারওপর তিনি অত্যন্ত শরীর সচেতন। সাধারণত বলিউডের অভিনেতা, অভিনেত্রীদের শরীর সচেতন হতেই হয়। তাঁদের খাবার বাঁধা। কী খাবেন, কতটা খাবেন, কখন খাবেন সবই চলে নিয়মের মধ্যে। কিন্তু তার পরেও তো মানুষ মানুষই। রসনা কোথাও কোথাও সব অহংকার, বৈভব ছেঁটে ফেলে মানুষকে শিশুসুলভ করে তোলে। যেমন হয় একটি বিশেষ খাবার পেলে করিনা কাপুর খানেরও।

করিনা নিজেই রহস্য উন্মোচন করেছেন। তিনি একটি ছবি দিয়ে জানিয়েছেন কাঁচা আম, সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন। ব্যস, এটা পেলে তিনি পুরো ডিশ চেটেপুটে সাফ করে দেন। একটি সাদা ডিশে কাঁচা আমের ফালি করা বেশ কয়েকটি টুকরো লঙ্কাগুঁড়ো ও নুন মাখানো অবস্থায় রয়েছে। এমন একটি ছবিও শেয়ার করেছেন করিনা। বোঝাই যাচ্ছে কাঁচা আমের টানে এখনও তাঁর জিভ জলে ভরে। তখন আর তিনি বাঁধাধরা খাবারের নিয়মের বাঁধ মানেন না।

লকডাউনে করিনা কাপুর খান কিন্তু একদম ছুটির মেজাজে রয়েছেন। এর আগেই তিনি একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে তিনি ও তাঁর স্বামী সইফ আলি খান সবুজ ঘাসের ওপর শুয়ে আছেন। একদম আয়েসি ধরণ। দেখলেই বোঝা যাচ্ছে ২ জনেই রয়েছেন পুরো ছুটির মেজাজে। অবশ্য লকডাউনে অনেক বলিউড তারকাই রয়েছেন ছুটির মেজাজে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts