Entertainment

মায়ের জন্য গয়না তৈরি করল ৩ বছরের তৈমুর

তৈমুর আলি খান জন্মের পর থেকেই সেলেব্রিটি

Published by
News Desk

করিনা কাপুর খান ও সইফ আলি খানের পুত্র তৈমুর আলি খান জন্মের পর থেকেই সেলেব্রিটি। সোশ্যাল সাইটে তাকে নিয়ে হৈচৈ চলতেই থাকে। তার নানা মুহুর্তের ছবি সোশ্যাল সাইটে নেটিজেনদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। সেই ছোট্ট তৈমুর এখন ৩ বছরের।

লকডাউনে সেও ঘরবন্দি। কী করছে সে সারাদিন? কী করছে তার কিছুটা খোলসা করলেন তৈমুরের মা করিনা কাপুর খান। একটি ছবি দিয়ে তিনি জানালেন তাঁর গলায় যেটা ঝুলছে সেটা তৈমুরের বানানো।

কী বানাল তৈমুর যে দামি দামি গয়না ফেলে করিনা সেটা পড়ে ছবি পোস্ট করলেন? করিনা জানিয়েছেন তৈমুর তাঁর জন্য পাস্তা দিয়ে একটি মালা গেঁথেছে।

নানা রঙের পাস্তা ব্যবহার করেছে তৈমুর। আর তা দিয়ে যে হারটি তৈরি হয়েছে তা একঝলকে যথেষ্ট নজরকাড়া। মাত্র ৩ বছর বয়সেই এমন সুন্দর কাজ! তৈমুরের এই সৃজনশীল কাজ দেখে অভিভূত নেট দুনিয়া। করিনা লিখেছেন, পাস্তা লা ভিস্তা। তৈমুর আলি খানের বাড়িতে তৈরি গয়না।

যা দেখে নেটিজেনরা কেউ লিখেছেন, অসাধারণ। কেউ লিখেছেন অত্যন্ত প্রতিভাধর। মোট কথা সকলেই তৈমুরের এই সুন্দর হাতের কাজে প্রশংসা করেছেন। করিনা কাপুর খানকে এরপর দেখা যাবে তাঁর আগামী সিনেমা ‘লাল সিং চাড্ডা’-য়। যা হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল হিন্দি ভার্সন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts