Entertainment

মাঝরাতে কেক কাটলেন করিনা, বাজল দিলজিতের গান

Published by
News Desk

বিশাল পার্টি নয়। হাতে গোনা অতিথি। অতিথি বলাটা হয়তো বাড়াবাড়ি। কারণ সকলেই তাঁর পরিজন। স্বামী সইফ আলি খান, ছেলে তৈমুর এবং দিদি করিশ্মা কাপুর। এঁদের নিয়েই মাঝরাতে জন্মদিনের আনন্দে মাতলেন করিনা। কাটলেন কেক। বাজল দিলজিৎ দোসাঞ্ঝ-এর গাওয়া হ্যাপি বার্থ ডে গান। আর উঠল একের পর ছবি, ভিডিও। করিনার মুখ থেকে হাসি একবারের জন্যও উধাও হয়নি এই বিরল মুহুর্তে।

ভিডিওটি তারপরই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। প্রকাশ করেন করিশ্মা কাপুর। তা দিলজিৎকে ট্যাগও করেন। মুহুর্তে ভিডিওটি ভাইরাল হয়। দিলজিৎ শুভেচ্ছা জানান করিনা কাপুর খানকে। জন্মদিনের রাতে এক মোহময় আনন্দঘন সময় কাটান করিনা। পরিবারের সঙ্গে সময় কাটানো। এত খুশি। সকলে উইশ করছেন। পুরো সময়টা তারিয়ে উপভোগ করতে তাই এতটুকু কসুর করেননি তিনি।

ভিডিওর পাশাপাশি করিনা জন্মদিনের ওই ছোট্ট পার্টির অনেক ছবিও সোশ্যাল সাইটে ভাইরাল। যেখানে কোথাও সইফ আলি খান তাঁকে চুম্বন করছেন। কোথাও ছেলে তৈমুরকে কোলে নিয়ে রয়েছেন করিনা। স্ত্রীর জন্মদিনে সইফ এদিন পরেছিলেন কুর্তা-পাজামা। এছাড়া দিদি করিশ্মার সঙ্গেও ক্যামেরার সামনে পোজ দিতে ভোলেননি করিনা। সবমিলিয়ে দারুণ একটা জন্মদিনের রাত কাটল করিনার জীবনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk