Entertainment

মুখে ফেস প্যাক, আঙুলে নেল পালিশ, সাজলেন বলিউড অভিনেতা

সাজগোজে ব্যস্ততার ছবি কেবল অভিনেত্রীরাই পোস্ট করেছেন। সেই অভিনেত্রীদের একচেটিয়া সাজগোজের ছবিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এক বলিউড অভিনেতা।

Published by
News Desk

লকডাউনে সবাই ঘরবন্দি। তামাম বলিউডও তার ব্যতিক্রম নয়। সেলেব্রিটিরা কারা কি করছেন তার ছবি তাঁরা তুলে ধরছেন সোশ্যাল সাইটে। কেউ ব্যস্ত শরীরচর্চায়। কেউ ব্যস্ত বাড়ির কাজে। কেউ স্রেফ বিশ্রাম নিচ্ছেন। কেউ চুটিয়ে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে সাজগোজে ব্যস্ততার ছবি কেবল অভিনেত্রীরাই পোস্ট করেছেন। সেই অভিনেত্রীদের একচেটিয়া সাজগোজের ছবিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এক বলিউড অভিনেতা। মুখে ফেস মাস্ক। ২ হাতে নেল পালিশ। একদম অন্য সাজে ধরা দিলেন অভিনেতা করণবীর বোহরা।

সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে তিনি বসে আছেন গেঞ্জি আর হাফ প্যান্ট পড়ে। মুখে ফেস প্যাক লাগানো। আর তাঁর ২ পাশে ২টি ছোট্ট মেয়ে তাঁর ২ হাতে নেল পালিশ লাগিয়ে দিচ্ছে। আসলে সন্তানকে খুশি করতে বাবারা অনেক কিছুই করতে পারেন। আর তারই জলজ্যান্ত উদাহরণ করণবীর। তাঁর ২ মেয়ে বীণা ও বেলার আবদার রাখতে তিনি ২ জনের কাছে নেল পালিশ পর্যন্ত পরলেন।

করণবীর তাঁর এই সাজগোজের ছবি পোস্ট করে তা করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও দিশা পাটানিকে ট্যাগ করে দিয়েছেন। সঙ্গে লিখেছেন সাবধান!

পুরোটাই মজার ছলে। কারণ তিনি এত সাজছেন তাই বলিউড সুন্দরীদের এবার তাঁকে টক্কর দিতে হবে। এমন একটা ভাব আরকি! করণবীর একাধারে সিনেমা ও টেলিভিশনে কাজ করেন। সিরিয়ালের মধ্যে কিউকি সাস ভি কভি বহু থি, সরারত, কসৌটি জিন্দেগি কি সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাঁর অভিনয় নজর কেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts