Entertainment

মাত্র ২৬ বছরে চলে গেলেন জনপ্রিয় টেলি তারকা

Published by
News Desk

তাঁর নাম যত না মানুষ জানেন, তার চেয়ে তিনি অনেক বেশি পরিচিতি তাঁর সিরিয়ালের চরিত্রের নামে। জনপ্রিয় ধারাবাহিক দিল মিল গয়ে-র জিগনেশের মৃত্যু হল অকালে। টেলিভিশনের পর্দায় খুব কম দিনের মধ্যেই জিগনেশ চরিত্রের জন্য মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন করণ পরাঞ্জপে। মাত্র ২৬ বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

মুম্বইতে বাবা মায়ের সঙ্গে থাকতেন করণ। তাঁর এক ছোট ভাই রয়েছে। গত ২৫ মার্চ রাত ১১টা নাগাদ তাঁর মা করণকে তাঁর ঘরেই নিথর অবস্থায় দেখতে পান। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও পরিস্কার করে কিছু জানা যায়নি। তবে মাত্র ২৬ বছর বয়সে এক প্রতিভাবান তরণ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি টেলি দুনিয়ায়।

Share
Published by
News Desk