Entertainment

ডিসেম্বরে বিয়ে করছেন কপিল

Published by
News Desk

তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জিনি চতরথকেই বিয়ে করছেন কমেডিয়ান কপিল শর্মা। আগামী ১২ ডিসেম্বর চার হাত এক হওয়ার দিন। বিয়ে হবে জলন্ধরে। জিনি চতরথের শহরে। কপিল শর্মা জানিয়েছেন তিনি চেয়েছিলেন ছোটোর মধ্যেই তাঁদের বিয়ে সম্পূর্ণ হোক। কিন্তু জিনির বাড়ির লোকজন চান তাঁদের একমাত্র মেয়ের বিয়ে হবে জাঁকজমক করেই।

অন্যদিকে কপিল জানিয়েছেন তাঁর মাও চান বিয়ে হোক খুব ধুমধাম করেই। ২ পরিবারের ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাই আগামী ১২ ডিসেম্বর ঝলমলে অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কপিল শর্মা।

কপিল শর্মা এখন তাঁর একটি পাঞ্জাবী সিনেমার প্রচারে ব্যস্ত। এটা তাঁর কেরিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ। তাই কপিল জানিয়েছেন তিনি চাননি ছবির প্রচার চলাকালীন বিয়ে নিয়ে কথা বলতে। কিন্তু সংবাদমাধ্যম যেভাবে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে চলেছে তাতে তাঁকে মুখ খুলতেই হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk