World

প্রায় হারিয়ে যাওয়া বিরলতম প্রাণির শাবক অবাক করল পৃথিবীকে

এভাবেই টিকে থাকবে ওরা। হতে পারে প্রায় তারা নিশ্চিহ্ন। তবু যে কজন আছে তারাই নতুন জীবনকে নিয়ে আসবে পৃথিবীর বুকে। এভাবেই সকলকে অবাক করে জন্ম নেবে শাবক।

যে প্রাণি প্রায় হারাতে বসেছে তার নতুন জীবনের স্পন্দন মানুষকে অবাকও করে, খুশিও করে। একটি শাবকও জানিয়ে দিয়ে যায় তারা মুছে যায়নি। সে নিজেই তার এক উদাহরণ। তারাই এভাবে হারাতে দেবেনা তাদের অস্তিত্ব।

এক নড়বড়ে পায়ের শাবক কিন্তু সেটাই সদর্পে জানিয়ে দিল। বিশ্বকে অবাক করে জন্ম নিল সে। পৃথিবী থেকে প্রায় মুছে যেতে বসেছে সাদা হরিণের প্রজাতি এডাক্স। তালিকা অনুযায়ী অতি বিরলতমের দলে পড়ে তারা।

প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে এই দীর্ঘদেহী হরিণদের প্রজাতি। এবার তারা পেল তাদেরই এক নতুন অতিথি। প্রায় নেই এই প্রাণিদের এক ছোট্ট শাবক জন্ম নিল। যা অনেক মানুষকে আনন্দ দিয়েছে।


কানসাসের রোলিং হিলস চিড়িয়াখানায় এক এডাক্স হরিণের জন্ম দিয়েছে মা ফেলিসিটি ও বাবা আয়াক্স। ২০২৩ সালের পর ফের তারা বাবা মা হল।

ছোট্ট শাবককে বেশ আগলে রেখেছে তারা। চিড়িয়াখানায় তাদের জন্য বরাদ্দ প্রাঙ্গণে ঘাস ও গাছপালায় ঢাকা অংশেই থাকছে এই সাদা হরিণ শাবকটি। সাধারণ মানুষ দেখার সুযোগও পাচ্ছেন।

এডাক্স হরিণের জন্মের কথা শুনেই চিড়িয়াখানাটিতে ভিড় উপচে পড়ছে। সকলেই ওই হরিণ শাবককে দেখতে ভিড় জমাচ্ছেন। একসময় সাহারা মরু অঞ্চলে এদের বাস ছিল। কিন্তু নির্বিচারে শিকার তাদের সংখ্যা কমাতে থাকে।

এভাবে কমতে কমতে এখন এমন অবস্থা যে এই হরিণ পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়ার দরজায় এসে দাঁড়িয়েছে। তাই এডাক্স হরিণের জন্ম মানে গোটা বিশ্বের কাছে একটা খবর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *