World

কুকুরের জন্য ২ মাস চিঠিপত্র আসা বন্ধ পুরো এলাকায়, রেগে আগুন বাসিন্দারা

এলাকায় চিঠি পৌঁছতে এলে ডাকহরকরাদের কুকুর তাড়া করছে। তাই ২ মাস ধরে একটা গোটা চত্বর জুড়ে বন্ধ চিঠি বণ্টন। রেগে আগুন স্থানীয় মানুষ।

Published by
News Desk

তাঁদের চিঠি আসা বন্ধ হয়ে গেছে। ২ মাস ধরে কোনও চিঠি আসছে না। পোস্টঅফিস থেকে কোনও চিঠি বিলিই করা হচ্ছেনা। ২ মাস ধরে চিঠি আসা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ মানুষজন স্থানীয় ডাকঘরের কাছে জানতে চান কেন চিঠি বিলি করা হচ্ছেনা?

এর উত্তরে ডাকঘরের তরফে জানানো হয় ওই চত্বরে ঢুকলে ডাক কর্মীদের কুকুর তাড়া করছে। ফলে সেখানে যাওয়াই যাচ্ছেনা। তাই চিঠিও বিলি করা সম্ভব হচ্ছেনা।

গত ২৯ এপ্রিলের পর থেকে কোনও চিঠি না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা কিন্তু এটা মানতে নারাজ। তাঁদের মতে, কোনও কুকুর যে এভাবে এলাকায় কাউকে তাড়া করছে বা আক্রমণ করছে এমন কিছুই তাঁরা দেখেননি।

এমনকি এমন কোনও কুকুর সম্বন্ধেও তাঁদের জানা নেই। অনেকের বাড়িতে কুকুর রয়েছে। তাঁরা তাঁদের কুকুর নিয়ে রাস্তায় বার হন। সেখানেও অন্য কোনও কুকুরকে তাঁরা ধারেকাছে আসতে দেখেননি বা চিৎকার করতে শোনেননি।

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির সাউথ ৪৬ টেরেস এলাকায় রয়েছে প্রায় ৩ হাজারটি ব্লক। যেখানে বহু মানুষের বাস। সেখানে চিঠি আসা বন্ধ। এর ২ মাস হয়ে গেছে।

ডাকঘর জানাচ্ছে কুকুরের সমস্যা না মেটা পর্যন্ত সেখানে চিঠিই পৌঁছনো সম্ভব নয়। সেই সমস্যা মেটাতেও যে তারা কি উদ্যোগ নিচ্ছে তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা।

ফলে তাঁরা কার্যত অন্ধকারে। কবে থেকে যে তাঁদের এলাকায় চিঠি বণ্টন ফের শুরু হবে, কত প্রয়োজনীয় চিঠি যে এসে ডাকঘরে পড়ে আছে, তার কূলকিনারা পাচ্ছেন না এলাকাবাসী।

Share
Published by
News Desk

Recent Posts