World

পোষ্যের ডাকে মৃত্যুর মুখ থেকে বাঁচলেন মনিব

Published by
News Desk

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসের হাচিসন শহরে নিজের বাড়িতে চেয়ারে শরীরটাকে এলিয়ে দিয়ে ঘুমচ্ছিলেন ল্যারি মুর। এরমধ্যে কখন যে বাড়িতে লেগেছে আগুন তা টেরও পাননি তিনি। এদিকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। বাড়ির মালিকের ঘুম না ভাঙতে পারে। কিন্তু সদা সতর্ক তাঁর পোষ্য লুসিফার আসন্ন বিপদ বুঝতে সময় নেয়নি। মনিবের ঘুম না ভাঙালে যে সকলকে অগ্নিদগ্ধ হয়ে মরতে হবে তা বিলক্ষণ টের পায় সে।

মনিবকে জাগাতে এবার তোড়জোড় শুরু করে লুসিফার। লাফিয়ে ঘুমন্ত ল্যারির কোলে উঠে আসে সে। তাঁকে জাগিয়ে তোলার জন্য সবরকম চেষ্টা চালাতে থাকে লুসিফার। পোষ্যের ডাকে ঘুম ভেঙে যায় ল্যারির। আর ঘুম ভেঙেই চমকে ওঠেন তিনি। বাড়ির চারপাশ দাউদাউ করে জ্বলছে। ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। তিনি তাড়াতাড়ি লুসিফার ও এঞ্জেল কুকুর দুটিকে নিয়ে বাড়ি থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন। আর বেরিয়ে আসার পরই তাঁর মনে পরে কিছু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস নিতে তিনি ভুলে গেছেন। অগত্যা নিজেকে বাঁচিয়ে ফের ঢোকেন জ্বলন্ত বাড়িতে। তারপর জিনিসগুলি নিয়ে বেরিয়ে আসেন ঠিকই, কিন্তু ততক্ষণে প্রবল ধোঁয়ায় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছে। দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়। দমকল কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে লুসিফার না থাকলে মনিব সহ বাড়ির অন্য পোষ্যদের যে পুড়ে মরতে হত তা একবাক্যে মেনে নিচ্ছেন দমকলকর্মী থেকে পুলিশ সবাই।

Share
Published by
News Desk