Entertainment

এই হট বলিউড অভিনেত্রীর প্রেমে মজেছেন ক্রিকেটার রাহুল?

Published by
News Desk

লুকিয়ে লুকিয়ে প্রেম, দেখা সাক্ষাতের মজাই আলাদা। এতে লাভের লাভ দুটো। এক, মাঝে মাঝে লাইম লাইটের নিউক্লিয়াসে ঢুকে পড়া যায়। দুই, পাপারাৎজিদের ঘুম কেড়ে নেওয়া যায় ভালমত। যেমনটা এখন কেড়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী নিধি আগরওয়াল। জীবনের প্রথম ছবি মুখ থুবড়ে পড়ায় সেভাবে খবরের শিরোনামে দেখা যাচ্ছিল না নিধিকে। কিন্তু ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের পাশে ধরা পড়ার পরেই চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।

‘মুন্না মাইকেল’ ছবির নায়িকা কতটা ক্রিকেট ভালোবাসেন জানা নেই। তবে চলতি বছরে ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএলে কোন একটি দলের সমর্থনে হয়তো টেলিভিশনের সামনে গলা ফাটিয়েছেন তিনি! সেই দলের নাম কিংস ইলেভেন পাঞ্জাব। এই দলের হয়েই এবারের আইপিএল মরশুমে খেলেছেন কেএল রাহুল। সম্প্রতি এই ডান হাতি ব্যাটসম্যানের সঙ্গে ডেটিংয়ে দেখা গিয়েছে ২৪ বছরের অভিনেত্রীকে। ওঁত পেতে থাকা ক্যামেরার ফ্ল্যাশের নজর এড়াতে পারেননি কপোত-কপোতী। তবে যাবতীয় প্রশ্ন কিন্তু সাবধানে এড়িয়ে যান তাঁরা। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই হুশ করে গাড়ি করে বেরিয়ে যান।

বলিউড নায়িকা আর ভারতীয় ক্রিকেটারের প্রেম এখন জলভাত বিষয়। বিরুষ্কা, সাগরিকা-জাহির, যুবরাজ-হেজেল, হরভজন-গীতার জুটির কথাই ধরুন। তাহলে কি ‘সিনিয়র’-দের পথে শম্বুক গতিতে এগুচ্ছেন নিধি-রাহুল? সুদূর ভবিষ্যতে বিয়ের কার্ডে পাত্রপাত্রীর নামের জায়গায় নিধি ও রাহুলের নাম দেখতে চলেছে দেশবাসী? দেখা যাক, সময় কি উত্তর দেয়। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Share
Published by
News Desk