Sports

অবশেষে বিয়ের দিন স্থির হয়ে গেল ক্রিকেট তারকা কেএল রাহুলের

দেশের ক্রিকেট দলের বড় ভরসা তিনি। দেশের প্রথমসারিতে থাকা ক্রিকেটারও। এবার তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। স্থির হয়ে গেল দিন।

Published by
News Desk

ভারতীয় ক্রিকেটে এখন কেএল রাহুল নামটা একটা বড় ভরসা। দলে কেএল রাহুল আছেন মানে দলের ব্যাটিং আক্রমণ আরও শক্তিশালী। সেই তারকা ক্রিকেটার এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

সাতপাকে যে রাহুল বাঁধা পড়বেন এমন কথা তো অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। প্রেমিকাও স্বনামধন্য মানুষের মেয়ে। ভারতীয় সিনেমার অন্যতম সেরা নায়কদের মধ্যে একজন সুনীল শেট্টি। তাঁর মেয়ে আথিয়া রাহুলের প্রেমিকা।

আথিয়া শেট্টিকেও সিনেমায় দেখা গেছে। তবে সিনেমার পর্দায় সেই সাফল্য তাঁর আসেনি। ২০১৫ সালে হিরো সিনেমা দিয়ে আথিয়ার বলিউডে পা রাখা। তারপর নানা জায়গায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এবার তিনি ঘর বাঁধতে চলেছেন লোকেশ রাহুলের সঙ্গে।

রাহুল আথিয়ার প্রেম তাঁরা কখনও গোপন করেননি। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। আগামী ২৩ জানুয়ারি বিয়ে করছেন এই ২ তারকা। প্রবেশ করতে চলেছেন দাম্পত্য জীবনে।

প্রসঙ্গত ২০২২ সালে রাহুল ও আথিয়া খবরে উঠে আসেন তাঁদের ১টি ফ্ল্যাট ভাড়া নেওয়াকে কেন্দ্র করে। বান্দ্রায় ১টি ফ্ল্যাট ভাড়া নেন তাঁরা। সামনে সমুদ্র থাকা ওই ফ্ল্যাটের মাসিক ভাড়া ছিল ১০ লক্ষ টাকা। এটাই সবচেয়ে বড় খবর হয়ে সামনে আসে।

এটাও শোনা গিয়েছিল যে সেই ফ্ল্যাটেই তখনকার মত রাহুল ও আথিয়া থাকবেন। তারপর বিয়ে। সেই বিয়ের দিন আগত। আর কয়েকদিনের মধ্যেই জীবনের এক নতুন লম্বা ইনিংসে ব্যাট করা শুরু করতে চলেছেন কেএল রাহুল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts