Sports

মহৎ হৃদয়ের পরিচয়, ১১ বছরের বালকের জীবন বাঁচালেন কেএল রাহুল

১১ বছরের এক বালকের জীবন বাঁচিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম ব্যাটার কেএল রাহুল। তাঁর মহৎ হৃদয়ের পরিচয় জানার পর নানা মহল থেকে বাহবা পেয়েছেন রাহুল।

Published by
News Desk

একটা ১১ বছরের ছেলে। একটা অতিসাধারণ পরিবার। আর এক কঠিন ব্যাধি। এই ত্রিভুজ তৈরি হলে সেখানে ফলাফল হিসাবে যা পড়ে থাকে তা কারও কাছেই কাঙ্ক্ষিত নয়।

১১ বছরের ভরত এক কঠিন রোগের শিকার। রোগটা মূলত রক্তের। তার রক্তে উল্লেখযোগ্যভাবে প্লেটলেট কম। যার ফলে তার রোগপ্রতিরোধ ক্ষমতা বলে প্রায় কিছুই নেই। সামান্য জ্বর এলেও তা সারতে এক মাস লেগে যায়।

২০২১ সালে তার রোগটি জানতে পারার পর থেকে সে চিকিৎসকদের নজরদারিতে ছিল। কিন্তু সমস্যা হল তার চিকিৎসার খরচ সামনে আসার পর।

চিকিৎসকেরা জানিয়ে দেন ভরতকে সুস্থ করে তুলতে গেলে দরকার ৩৫ লক্ষ টাকা। কারণ তাকে সারিয়ে তুলতে গেলে একমাত্র রাস্তা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট।

ভরতের বাবা পেশায় একজন বীমা কর্মী। মা গৃহবধূ। এমন এক পরিবারে ৩৫ লক্ষ টাকা জোগাড় করা কার্যত ছিল অসম্ভব। তাই তাঁরা ছেলের চিকিৎসার খরচ তুলতে বিভিন্ন দরজায় কড়া নাড়েন।

এদিকে ভরতের এই পরিস্থিতির কথা জানতে পারেন কেএল রাহুল। তিনি শোনার পর আর সময় নেননি। দ্রুত ৩১ লক্ষ টাকা ভরতের চিকিৎসার জন্য দান করেন।

৩৫ লক্ষ টাকার মধ্যে ৩১ লক্ষ টাকা রাহুল দিয়ে দেওয়ার পর আর অপারেশনে বিলম্ব হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন অপারেশনের পর ভরত ভাল আছে। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছে।

কেএল রাহুলের এই মহৎ কাজের জন্য নানা মহল থেকে তাঁকে সাধুবাদ জানানো হয়েছে। রাহুল নিজে জানিয়েছেন এমন অনেকেরই চিকিৎসার জন্য টাকার প্রয়োজন পড়ে। তাঁর এই দান দেখে যদি অন্য অনেকে এগিয়ে আসেন তাহলে তিনি খুশি হবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: KL Rahul

Recent Posts