Entertainment

নিজেই নিজেকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী, দেশে এই নিয়ে দ্বিতীয়

ফের নিজেই নিজেকে বিয়ে করার ঘটনা সামনে এল। এবার নিজেই নিজেকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী। নিজের নামে পরলেন সিঁদুরও।

Published by
News Desk

সমকামী, উভকামী মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে ভারতেও রয়েছেন। তাঁদের বিশেষাধিকারও অনেক দেশে রয়েছে। কিন্তু নিজেই নিজেকে বিয়ে করার প্রবণতাটা অপেক্ষাকৃত নতুন।

কিছুদিন আগে ভারতের সিংহভাগ মানুষ বিষয়টি কার্যত প্রথমবারের জন্য শুনেছিলেন। শুনেছিলেন নিজেই নিজেকে বিয়ে করছেন এক তরুণী।

গুজরাটের মেয়ে ক্ষমা বিন্দু কার্যত দেশে বিপ্লব তৈরি করেন। তিনি নিজেকে নিজে বিয়ে করেন। বিয়ে করতে গিয়ে সমাজের কিছু মানুষের থেকে প্রবল প্রতিরোধের মুখেও পড়তে হয় তাঁকে।

তবে সেসব উপেক্ষা করেই তিনি সাহসিকতার পরিচয় দিয়ে নিজেকে বিয়ে করেন। তাও ধুমধাম করে। অতটা ধুমধাম না করলেও এবার সেই একই পথে হাঁটলেন জনপ্রিয় অভিনেত্রী কনিষ্কা সোনি।

টিভি-র জনপ্রিয় মুখ কনিষ্কা দিয়া অউর বাতি হাম সিরিয়ালের জন্য এখন ঘরে ঘরে পরিচিত মুখ। সেই কনিষ্কা নিজেই নিজেকে বিয়ে করলেন। সিঁদুর পরলেন। পরলেন মঙ্গলসূত্রও। কেন এমন সিদ্ধান্ত?

কনিষ্কার মতে, বিয়ে কেবল শারীরিক সম্পর্ক নয়, ভালবাসার সম্পর্ক। প্রেমের সম্পর্ক। বিশ্বাসের সম্পর্ক। তিনি এখন কেবল নিজেকে সেই ভালবাসাটা দিতে প্রস্তুত। আর কাউকে নয়। তাঁর অন্যের প্রতি যাবতীয় বিশ্বাস, ভালবাসা নষ্ট হয়ে গেছে বলে লিখেছেন কনিষ্কা।

তাই কনিষ্কার মতে, এখন নিজের সঙ্গে এক থাকাই সবচেয়ে ভাল। তবে তিনি এটাও পরিস্কার করে দিয়েছেন যে এটা যেন কেউ মনে না করেন যে তিনি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী নন। এটা তাঁরা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। যাতে তিনি ভাল থাকবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk