Entertainment

করোনা বিতর্কের পর এবার অন্য সিদ্ধান্ত নিলেন কণিকা

বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টিনে না গিয়ে পার্টি করা, অনুষ্ঠানে যাওয়া, আত্মীয়দের বাড়ি যাওয়া সবই করেন গায়িকা কণিকা কাপুর। আর তা করেন করোনা নিয়েই। ফলে বিতর্ক ছড়ায়। এবার করোনা থেকে সেরে উঠে অন্য এক সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

Published by
News Desk

দেশে করোনা তখন সবে বাড়তে শুরু করেছে। সেই সময় বলিউড গায়িকা কণিকা কাপুর ফেরেন ব্রিটেন থেকে। তারপর নিয়ম মেনে কোয়ারেন্টিনে না গিয়ে পার্টি করা, অনুষ্ঠানে যাওয়া, আত্মীয়দের বাড়ি যাওয়া সবই করেন গায়িকা কণিকা কাপুর। আর তারপরই জানা যায় তিনি করোনা পজিটিভ। আতঙ্ক ছড়ায়। তাঁর সঙ্গে যাঁদের দেখা সাক্ষাৎ হয়েছিল তাঁদের প্রত্যেককে নজরে নেওয়া হয়। কণিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয়। কণিকাকে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে তিনি সুস্থ হয়ে ওঠেন। করোনামুক্ত হওয়ার পরও বিতর্ক তাঁর অবশ্য পিছু ছাড়েনি। এরমধ্যেই তিনি একটি সিদ্ধান্তের কথা জানালেন।

দেশে এখন প্লাজমা থেরাপি শুরু হয়েছে। করোনায় মরণাপন্ন রোগীদের ক্ষেত্রেই এর প্রয়োগ হচ্ছে বেশি। যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন তাঁদের থেকে প্লাজমা নিয়ে তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে করোনা সংক্রমিত মরণাপন্ন রোগীর দেহে। যাঁর একবার করোনা হয়েছিল এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই অ্যান্টিবডিই করোনা চিকিৎসায় কাজে লাগানো হচ্ছে এভাবে। কণিকা জানিয়েছেন তিনি প্লাজমা দান করতে চান।

কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি-র মেডিসিন বিভাগের প্রধানের কাছে কণিকা আর্জি জানিয়েছেন তিনি স্বেচ্ছাসেবিকা হিসাবে এই প্লাজমা দান করতে চান। কণিকার এই আর্জিতে সাড়াও দিয়েছে বিশ্ববিদ্যালয়। তারা ইতিমধ্যেই কণিকার বিভিন্ন শারীরিক পরীক্ষা শুরু করেছে। এটা দেখার জন্য যে তিনি প্লাজমা দেওয়ার জন্য সম্পূর্ণ সুস্থ কিনা। সব কিছু ঠিক থাকলে কণিকার প্লাজমা বুধবার গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts