Categories: National

জামিনে মুক্ত কানহাইয়া

Published by
News Desk

অবশেষে জামিনে ছাড়া পেলেন জেএনইউ-র ছাত্রনেতা কানহাইয়া কুমার। ৬ মাসের জন্য কানহাইয়ার অন্তর্বর্তী জামিনে এদিন শিলমোহর দেয় দিল্লি আদালত।

ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডের বিনিময়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর বৃহস্পতিবারই তাঁকে তিহার জেল থেকে মুক্তি দেওয়া হয়।

এদিকে কানহাইয়ার জামিন মঞ্জুরের কথা জানাজানি হতেই তাঁর পৈতৃক ভিটে বিহারে একসঙ্গে অকাল হোলি আর দিওয়ালীতে মেতে ওঠেন তাঁর গ্রামের মানুষজন। খুশিতে সামিল হন তাঁর বাবা-মাও। রং বেরঙের আবিরে মুখ ঢাকে তাঁদের।

গত ৯ ফেব্রুয়ারি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে একটি সমাবেশে রাষ্ট্রদ্রোহী বক্তব্য রাখার অভিযোগে কানহাইয়াকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই তাঁর মুক্তির দাবিতে সোচ্চার হন বুদ্ধিজীবী থেকে বিরোধী, ছাত্র থেকে আমজনতার একাংশ।

এদিকে জেএনইউতে কানহাইয়া কুমার সেদিন সত্যিই দেশ বিরোধী কোনও বক্তব্য রেখেছিলেন কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল দিল্লির কেজরিওয়াল সরকার। সেই তদন্ত কমিটির রিপোর্ট বৃহস্পতিবার সামনে আসে। রিপোর্টে কানহাইয়া কুমারকে নির্দোষ বলেই ক্লিনচিট দেওয়া হয়েছে।

Share
Published by
News Desk