Entertainment

রূপকথার গাউনে কঙ্গনা রানাওয়াত যেন রূপসী রাজকন্যা

Published by
News Desk

কাঞ্জিভরম শাড়িতে কানের রেড কার্পেটে হেঁটে বিশ্বকে চমকে দিয়েছিলেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। ৩২ বছরের এই সুন্দরী এবার দেশি ঘরানা ছেড়ে ফিরলেন বিদেশি ঘরানার পোশাকে। কানের রেড কার্পেট এবার গাউনে মাতালেন কঙ্গনা। ফিলিপিন্সের ফ্যাশন ডিজাইনার মিশেল সিনকো-র ডিজাইন করা রূপকথার গাউনে। সাদা গাউন পায়ের কাছ থেকে অনেকদূর পর্যন্ত মাটিতে লুটোচ্ছে। সেখানে গোলাপি ও ল্যাভেন্ডার রঙের হাল্কা ছোঁয়া। স্নিগ্ধতা যেন চুঁইয়ে পড়ছিল পোশাক থেকে। কঙ্গনাকে দেখে এদিন অনেকেরই মনে হয়েছে একদম পরী যেন উঠে এসেছেন রূপকথার পাতা থেকে।

কঙ্গনার এই চোখ জুড়নো গাউনে ছিল পাথরের কাজ। বিশাল লুটিয়ে থাকা গাউন থেকে রোমান্টিকতা ছড়িয়ে পড়ছিল। তাঁর পোশাকের ঔজ্জ্বল্যকে সকলের সামনে তুলে ধরতে এদিন নিজের মেকআপ খুব অল্প রেখেছিলেন কঙ্গনা। তবে গয়না ছিল। এদিনের লুক নিয়ে অবশ্য কঙ্গনা নিজে প্রথমে খুব আশাবাদী ছিলেননা। তিনি নিজেই জানান, নাতো তিনি কখনও রেড কার্পেটে গোলাপি পরেছেন, না এই রংটা তিনি খুব পছন্দ করেন, না হাল্কা মেকআপ তিনি পছন্দ করেন। সব মিলিয়ে এদিনের পুরো পোশাকটাই তাঁর জন্য যথেষ্ট ঝুঁকির ছিল। কিন্তু সকলের চোখ জুড়িয়ে দিয়েছে তাঁর পোশাক।

কানের রেড কার্পেটে যাওয়ার আগে কঙ্গনা রানাওয়াত, ছবি – আইএএনএস

এবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট কাঞ্জিভরমে চমক দেওয়ার পর কালো প্যান্ট ও বুক খোলা শার্টে একদম অন্য লুক সামনে আনেন কঙ্গনা। তারপরেই আবার এদিনের এই রোমান্টিক গাউন। এদিন কিন্তু গাউনের সঙ্গে তাল মিলিয়ে তাঁর চুলের স্টাইলেও ছিল রোমান্টিকতার ছোঁয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts