Entertainment

বিদেশি নয়, ভারতীয় সাজে কান-এ কঙ্গনা রানাওয়াত

Published by
News Desk

কান ফিল্ম ফেস্টিভ্যাল মানেই তার এক অন্যতম আকর্ষণ তার রেড কার্পেট। কান-এর রেড কার্পেটে হাঁটার জন্য চিত্রতারকারা তাঁদের পোশাকের প্রতি অত্যন্ত যত্নবান হন। একদম নতুন ডিজাইনের পোশাকে সেজে রেড কার্পেটে হাঁটা এবং চিত্রগ্রাহকদের পোজ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তাঁরা। লাল কার্পেটে হাঁটার সুযোগ তাঁদের কাছে বড় পাওনা হয়। এবার কান চলচ্চিত্র উৎসবে ভারতের যে ৫ জন লাল কার্পেটে হাঁটছেন তাঁদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। যেখানে সবাই বিদেশি ভাবনার পোশাকে নিজেদের সাজিয়ে রেড কার্পেটে হাজির হচ্ছেন, তখন কঙ্গনা হাঁটলেন একদম অন্য রাস্তায়।

কঙ্গনা বেছে নিয়েছেন একদম ভারতীয় পোশাক। কাঞ্জিভরম শাড়ি। এই দক্ষিণী শাড়ির ভক্ত দেশের আপামর মহিলা। তেমনই একটি কাঞ্জিভরম শাড়িতে কান-এর রেড কার্পেটে দেখা গেছে কঙ্গনাকে। তারসঙ্গে ছিল বাহু পর্যন্ত ঢাকা পার্পল রঙের গ্লাভস। চুলের স্টাইলে ছিল রেট্রো লুক। সব মিলিয়ে কঙ্গনা এদিন ভারতীয় স্পর্শটাকে বেশ আলাদা করেই তুলে ধরেছেন রেড কার্পেটে।

রেড কার্পেট মানেই সারা বিশ্বের ক্যামেরার লেন্স তাক হয়ে থাকা। সেখানে জাতীয়তাবাদকে তিনি গুরুত্ব দিতে চেয়েছেন বলে দাবি করেন কঙ্গনা। যা তাঁর পোশাকে ফুটে উঠেছে। তাঁর দাবি, এই পোশাকে আসা মানে দেশের মানুষকে প্রতিনিধিত্ব করা। যাঁরা একই পাসপোর্টে, একই পোশাকে, একই ভূমিতে একসঙ্গে থাকেন। আর যাঁরা একই ভূমিকে রক্ষা করতে একসঙ্গে লড়াই করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk