Entertainment

তনুশ্রীর পর এবার মুখ খুললেন কঙ্গনা

Published by
News Desk

যখন কুইন সিনেমা তৈরি হচ্ছিল তখন থেকে কুইনের পরিচালক বিকাশ বহল তাঁকে যখনই জড়িয়ে ধরতেন তখনই খুব চেপে ধরতেন। বিকাশের মুখ থাকত তাঁর কাঁধে। আর নিঃশ্বাস পড়ত চুলে। কিছুটা জোর করেই তাঁকে বিকাশের হাত থেকে নিজেকে মুক্ত করতে হত। তনুশ্রী দত্ত-র পর এবার পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে এভাবেই মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। এছাড়া বিকাশ বহল তাঁকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন বলে দাবি করেছেন কঙ্গনা।

নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে বলিউডে তোলপাড় ফেলে দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বঙ্গতনয়ার এই মুখ খোলার সাহসিকতাকে যেমন অনেক বলিউড ‌তারকা থেকে কলাকুশলী তারিফ করেছেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন। তেমনই তনুশ্রীর বিরুদ্ধেও গিয়েছেন অনেকে। তাঁকে ঘিরে দ্বিধাবিভক্ত বলিউড। এবার কঙ্গনার এই অভিযোগ বলিউডের কাস্টিং কাউচে নতুন মাত্রা যোগ করল। শক্তিশালী করল হ্যাশট্যাগ মি টু ক্যাম্পেনকেও।

Share
Published by
News Desk

Recent Posts