Sports

বিশ্ব সাঁতারে ভারতের প্রথম সোনা কাঞ্চনমালার

Published by
News Desk

বিশ্ব সাঁতারের মঞ্চে ভারত পেল প্রথম সোনা জয়ের স্বাদ। মেক্সিকোতে আয়োজিত বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন দৃষ্টিহীন মহিলা সাতারু কাঞ্চনমালা পাণ্ডে। ২০০ মিটার বিভাগে সবার আগে নিজের লক্ষ্যে পৌঁছে যান নাগপুরের তরুণী। প্রতিযোগিতার ১০০ মিটার ফ্রি-স্টাইল বিভাগে তিনি চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া করেন।

সোনা জেতার পর কাঞ্চনমালা জানান, ভালো ফল করে পদক জেতার ব্যাপারে তিনি যথেষ্টই আশাবাদী ছিলেন। কিন্তু একেবারে শীর্ষস্থান দখল করে ফেলবেন এতটাও আশা করেননি। ভারতের এই সোনার মেয়ে নিজের জয় উৎসর্গ করেছেন তাঁর কোচ, চিকিৎসক এবং স্বামীকে।

Share
Published by
News Desk

Recent Posts