World

মার্কিন সেনেটর হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

Published by
News Desk

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল তিনি। মার্কিন সেনেটর নির্বাচনে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীকে। আর সেইসঙ্গে ট্রাম্পের জয়ের দিনে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের নাম যুক্ত হয়েছে ইতিহাসের পাতায়। এর আগে কোনও ভারতীয় বংশোদ্ভূত এই কৃতিত্বের ভাগিদার হতে পারেননি। কমলার মা ভারতীয়। নাম কমলা গোপালন। চেন্নাইয়ের বাসিন্দা শ্যামলা পড়াশোনার জন্য মার্কিন মুলুকে গিয়েছিলেন। তারপর সেখানেই থেকে যান। ওখানেই বিয়ে করেন জামাইকার বাসিন্দা ডোনাল্ড হ্যারিসকে। সেই শ্যামলা ডোনাল্ডের মেয়ে কমলাই ৫১ বছর বয়সে অর্জন করে নিলেন মার্কিন সেনেটর হওয়ার সম্মান।

শুধু কমলাই নন, এদিন মার্কিন আইনসভায় আরও ৩ ভারতীয় বংশোদ্ভূত ইতিহাস গড়েছেন। এই প্রথম কোনও ইন্দো-আমেরিকান মহিলা হিসাবে হাউস অফ রিপ্রেজেনটিটিভে কংগ্রেশনাল সিট জিতলেন। ৫১ বছরের প্রমীলা জয়পাল জিতে এলেন সিয়াটল থেকে। আর খান্না ও অ্যামি বেরা ক্যালিফোর্নিয়া থেকে জিতে এলেন মার্কিন কংগ্রেসে।

Share
Published by
News Desk

Recent Posts