World

কমলা হ্যারিসের হাসিটা সংক্রামক, হাসির প্রশংসা করে অন্য বার্তা পুতিনের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন ভারতীয় মায়ের সন্তান কমলা হ্যারিস। তাঁর হাসিতে মজেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Published by
News Desk

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জো বাইডেন মার্কিন মুলুকে তাঁর প্রেসিডেন্ট পদের সময়সীমার শেষে পৌঁছে গেছেন। ফলে সামনের নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে জো বাইডেনের প্রথমে দাঁড়ানোর কথা থাকলেও পরে তিনি সরে দাঁড়ান।

বাইডেন এও জানান তাঁর পছন্দ কমলা হ্যারিস। তাঁকেই তিনি প্রেসিডেন্ট পদে দেখতে চান। ডেমোক্র্যাটিক প্রার্থীও হয়েছেন কমলা। যা অবশ্যই ভারতীয়দের কোথাও একটা ছুঁয়ে যাচ্ছে। কারণ কমলার মা ভারতীয়।

কমলা হ্যারিস মার্কিন মুলুকের বাসিন্দা হলেও ভারতীয়দের একটা স্পর্শকাতরতা থেকে গেছে তাঁর জন্য। কমলার হাসিতে মজেছেন ভ্লাদিমির পুতিনও। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন খোলাখুলিই কমলার হাসির প্রশংসা করে জানিয়েছেন কমলা হ্যারিসের হাসি তাঁর খুব পছন্দের।

কমলা হ্যারিসের হাসি সংক্রামক বলেও মজা করেছেন তিনি। এর আগে জো বাইডেনেরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া উচিত বলে বক্তব্য রেখেছিলেন পুতিন। এখন যে তাঁর পছন্দ কমলাই তা হাসির ছুতোয় বুঝিয়ে দিলেন পুতিন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে কমলার নিকটতম প্রতিদ্বন্দ্বী একবার মার্কিন প্রেসিডেন্ট পদ সামলে আসা ডোনাল্ড ট্রাম্প। তিনিও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। এমনকি প্রকাশ্যেই কমলা হ্যারিসকে অত্যন্ত ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করতেও পিছপা হচ্ছেন না ট্রাম্প।

আগামী দিনে কে মার্কিন প্রেসিডেন্ট পদে বসবেন তা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনতাই স্থির করবেন। তবে ভারতীয়দের মনে মনে পছন্দ বোধহয় কমলা হ্যারিসই। ভ্লাদিমির পুতিনেরও তাই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk