National

বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন কমল হাসান

Published by
News Desk

শনিবার ভোররাত। হঠা‌ৎই চিত্রাভিনেতা কমল হাসানের চেন্নাইয়ের আলোয়ারপেটের বাড়ি ধোঁয়ায় ভরে যায়। তিনি তখন ঘুমচ্ছিলেন। তাঁর কর্মচারিরা বুঝতে পারেন আগুন লেগেছে। তাই চারতলায় যেখানে তিনি ছিলেন সেখান থেকে দ্রুত কমল হাসানকে নিচে নামিয়ে আনেন তাঁরা। কোনওক্রমে কর্মচারিদের সহায়তায় এ যাত্রায় রক্ষা পান কমল। পরে ট্যুইট করে তিনি জানান, কর্মচারিদের তৎপরতায় রক্ষা পেয়েছেন। তবে তাঁর ফুসফুস ধোঁয়ায় ভরে গেছে। যদিও তিনি সুস্থই আছেন।

গত মার্চেই দাদা চন্দ্র হাসানকে হারিয়েছেন কমল। তারপর এদিনের ঘটনা অবশ্যই তাঁর এবং তাঁর পরিবারের জন্য উদ্বেগের। তবে ট্যুইট করে ভক্ত ও অনুরাগীদের কমল আশ্বস্ত করেছেন তাঁর কোনও আঘাত লাগেনি। তিনি সুস্থ। সকলকে শুভরাত্রিও জানান কমল।

Share
Published by
News Desk