Entertainment

পরিচালক মণিরত্নমের নতুন নাম দিলেন কমল হাসান, সে এক মজার কাহিনি

তিনি দক্ষিণী পরিচালক। তবে তাঁর সিনেমা ভারতের প্রতিটি কোণায় আলোচিত হয়। তিনি মণিরত্নম। ভারতীয় সিনেমার এই প্রথমসারির পরিচালকের নতুন নাম দিলেন কমল হাসান।

Published by
News Desk

৩৮ বছর আগে ‘নায়াগন’ নামে একটি সিনেমা তৈরি করেন পরিচালক মণিরত্নম। সেই সিনেমায় তিনি কমল হাসানকে নিয়েছিলেন। তারপর এই ২ দক্ষিণী প্রতিভার একসঙ্গে কাজ করা হয়নি। ৩৮ বছর পর তাঁরা ফের একে অপরের সঙ্গে হাতে হাত ধরে তৈরি করছেন ‘থাগ লাইফ’।

এই সিনেমা তৈরির কাজ চলছে। আর এরমধ্যেই সুপারস্টার কমল হাসান একটা কাণ্ড ঘটালেন। তিনি সিনেমার পরিচালক মণিরত্নমের একটা নাম দিয়েছেন।

নামটা তামিলে। যার মানে হল ভোর সাড়ে ৫টা। এখন কমল হাসান মণিরত্নমকে আঞ্জারা মণিরত্নম বলে ডাকছেন। এই আঞ্জারা মানে হল ভোর সাড়ে ৫টা।

এর পিছনে অবশ্য কারণ রয়েছে। কমল হাসানের মতে, মণিরত্নম নাকি সারারাত সিনেমা নিয়ে ভাবতে থাকেন। তাই তাঁর ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম লাগে না। তিনি ভোর সাড়ে ৫টায় সেটে হাজির হয়ে যান।

এর মানে শুধু এই নয় যে মণিরত্নম শুধু সেটে ভোর সাড়ে ৫টায় হাজির হন, এর মানে হল কমল হাসান সেটে পৌঁছতে তার চেয়ে খুব বেশি হলে ১৫ মিনিট দেরি করতে পারেন। পৌনে ৬টায় তাঁকে পৌঁছতে হবে সেটে।

তবু তো তাঁর সেটে আসার সময়টা একরকম। কমল হাসান জানিয়েছেন, মণিরত্নম ভোর সাড়ে ৫টায় সেটে আসা মানে সিনেমাটোগ্রাফার রবি কে চন্দ্রনকে ভোর পৌনে ৪টের মধ্যে সেটে পৌঁছতে হবে। তাঁর চাপ অনেক বেশি। কিন্তু মণিরত্নম ভোর সাড়ে ৫টাতেই সেটে পৌঁছবেন। তাই এই ভোরে সেটে পৌঁছনো পরিচালকের নতুন নামকরণ করেছেন কমল হাসান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk