Entertainment

কীভাবে ফর্সা হলেন তিনি,‌ এবার তার জবাব দিলেন কাজল

তাঁর গায়ের রং নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ফর্সা হয়ে ওঠা নিয়েও বিস্তর ট্রোলড হতে হয়েছে। নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার তার উত্তর দিলেন কাজল।

Published by
News Desk

তিনি নাকি ত্বক ফর্সা করার নানা চিকিৎসা করান। সেভাবেই তিনি ফর্সা হয়ে উঠেছেন। এমন নানা কথা শুনতে হয়েছে বলিউড তারকা তথা অজয় দেবগণের ঘরণী কাজলকে। তাঁর মেয়েকেও সম্প্রতি গায়ের রং রাতারাতি কীভাবে ফর্সা হল এমন প্রশ্ন তুলে ট্রোল করা হয়েছে সমাজ মাধ্যমে।

কাজলকে তো অনেক আগেই তাঁর ফর্সা হওয়া নিয়ে বারবার ট্রোলের মুখে পড়তে হয়েছে। তিনি তাই এবার উত্তর দেওয়ার পথ বেছে নিলেন। আর যে উত্তর দিলেন তা রীতিমত চমকপ্রদ।

কাজল ইন্সটাগ্রাম স্টোরিতে একটি লেখা ও ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে কাজল তাঁর পুরো মুখটা একটি কালো মাস্কে ঢেকে রেখেছেন। তাঁর চোখেও রয়েছে রোদ চশমা।

কাজল লিখেছেন, এটা তাঁদের জন্য যাঁরা বারবার জানতে চান কীভাবে তিনি ফর্সা হয়ে উঠলেন। কাজল আদপে বোঝানোর চেষ্টা করেছেন যে সূর্যের আলো মুখের ওপর পড়া আটকেই তিনি এভাবে ফর্সা হয়ে উঠেছেন। আর তা করেছেন কালো মাস্ক আর সানগ্লাস দিয়ে।

অভিনয় জীবনে কাজলকে বড় পর্দায় শেষ দেখা গেছে ‘সালাম ভেঙ্কি’ নামে সিনেমায়। এবার তাঁকে দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।

‘দ্যা গুড ওয়াইফ’ নামে ওই ওয়েব সিরিজে কাজলকে এক গৃহিণী থেকে ফের আইনজীবী হিসাবে সামনে আসতে দেখা যাবে। স্বামীর জমি কেলেঙ্কারিতে জেল হওয়ার পরই তিনি ফের আদালতে ফিরবেন। এভাবেই এগোবে গল্প। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk