Entertainment

কেউ চেনেনি, প্রথম কোন সিনেমায় অভিনয় করেন শাহরুখ পুত্র, জানালেন কাজল

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ঝোঁক কিন্তু পরিচালনায়। বাবার মত অভিনয়ে নয়। তবে অভিনয় দিয়েই বলিউডে তাঁর পা দেওয়া। কোন সিনেমা ফাঁস করলেন কাজল।

Published by
News Desk

শাহরুখ খানের ছেলে আরিয়ানকে এখন অনেকেই চেনেন। সেই আরিয়ানের আবার বাবার মত অভিনয়ের চেয়ে অনেক বেশি ঝোঁক পরিচালনায়। তবে বলিউডে আরিয়ান কিন্তু পা দিয়েছিলেন অভিনয় দিয়ে। তবে যে সিনেমায় তাঁর পদার্পণ হয়েছিল বলিউডে তার নাম শুনলে অনেকই অবাক হতে পারেন।

এতদিনের পুরনো একটি সিনেমায় প্রথম পর্দায় দেখা গিয়েছিল আরিয়ানকে! অনেকেই অবাক হলেও সেই সিনেমার অন্যতম ভূমিকায় থাকা কাজল সেই কথা সকলের সামনে তুলে ধরলেন।

কাজল তাঁর সিনেমা কভি খুশি কভি গম নিয়ে বেশ নস্টালজিক হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ায়। ২২ বছর পার করার পরও সেই সিনেমার নানা ঘটনা তাঁর মনে তাজা।

এই সিনেমা যেন তাঁকে একটু আলাদা করেই ছুঁয়ে গিয়েছিল। বলিউডের প্রথমসারিতে থাকা তারকার মেলা বসেছিল সিনেমায়। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃতিক রোশন, কাজল, করিনা কাপুরকে নিয়ে তৈরি হয় সেই সিনেমা।

আরিয়ান খান, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @___aryan___

এই সিনেমায় প্রথমবার দেখা গিয়েছিল শাহরুখ পুত্র আরিয়ানকে। বাবার সেই সিনেমায় বেশ কয়েকটি দৃশ্যে আরিয়ানকে দেখেছিলেন দর্শকেরা। কিন্তু পরিচিত না হওয়ায় তাঁকে হয়তো চিনতে পারেননি।

কাজল অবশ্য শুধু আরিয়ানের আত্মপ্রকাশের গল্প বলেই থেমে যাননি। সোশ্যাল মিডিয়ায় তিনি সিনেমার আরও কয়েকটি কথা সামনে আনেন। যেমন এই সিনেমার পরিচালক করণ জোহর সিনেমার শ্যুটিং চলাকালীন একদিন অতিরিক্ত গরমে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সে কাহিনিও সকলকে জানান কাজল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk