Entertainment

ক্যামেরার সামনেই পোশাক বদল, এবার ডিপফেকের শিকার কাজল

ক্যামেরার সামনেই পোশাক বদল করছেন তিনি। বলিউড তারকা কাজলের এমনই এক ছবি ছড়িয়ে পড়তেই হইচই। রশ্মিকা, ক্যাটরিনার পর এবার ডিপফেকের শিকার কাজল।

Published by
News Desk

ডিপফেক যে কতটা ভয়ংকর হতে পারে, কতটা অসম্ভ্রমের হতে পারে, কতটা একজন নারীর সম্মানহানি করতে পারে তা ফের একবার প্রমাণ হল। শুরুটা হয়েছিল নায়িকা রশ্মিকা মন্দানাকে দিয়ে। তারপর এই এআই নির্ভর ডিপফেকের শিকার হন ক্যাটরিনা কাইফ। এবার বলিউড তারকা কাজল তার শিকার হলেন।

একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় কাজল ক্যামেরার সামনেই তাঁর পোশাক বদল করছেন। এ দৃশ্য দেখে অনেকেই চমকে যান।

কাজলের এমন ভিডিও! পোশাক ছেড়ে পোশাক পরছেন তিনি! তারপরই জানা যায় ওটা কাজল নন। অন্য এক নারীর মুখ বদলে সেখানে কাজলের মুখ বসানো হয়েছে। যা সহজে ধরাই যাবেনা।

ডিপফেকের সাহায্যে এভাবে যে কারও মুখ বদলে অন্যের দেহে অন্য কারও মুখ বসিয়ে দেওয়া যায়। প্রযুক্তির হাত ধরে তা এতটাই নিখুঁত হচ্ছে যে সহজে বোঝাই যাবেনা।

আদপে জানা গেছে কাজলের মুখ যাঁর দেহে বসানো হয়েছিল তিনি ক্যামেরার সামনে পোশাক বদলেছিলেন। তাঁর নাম রোজি ব্রিন। তিনি ওভাবে ক্যামেরার সামনে পোশাক বদলেছিলেন।

সেই ভিডিওতে কেবল রোজির মুখ বদলে সেখানে কাজলের মুখ বসিয়ে দেওয়া হয়েছিল। তারপর তা ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। যেভাবে নায়িকারা একের পর এক এই ডিপফেকের শিকার হচ্ছেন তাতে সংখ্যাটা কেবল তিনেই থমকে যাবে বলে মনে করছেন না অনেকেই।

এখন প্রশ্ন হল এই উন্নত প্রযুক্তির হাত ধরে এবার অসম্মানিত হওয়ার পালা কার? নাকি তার আগেই প্রশাসন এভাবে নারীর সম্মানহানি রুখতে যথাযোগ্য ব্যবস্থা নেবে? এর উত্তর সময়ই দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk