Entertainment

বাবা তাঁকে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে বলেছিলেন, এতদিন পর মুখ খুললেন কাজল

তাঁর বাবা তাঁকে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। ভাল করে ভেবে দেখতে বলেছিলেন। সেকথা এতদিন পর সকলের সামনে বললেন অভিনেত্রী কাজল।

Published by
News Desk

অভিনেত্রী হিসাবে তিনি যথেষ্ট সফল। যাই কাজ করেছেন সোনা ফলিয়েছেন। তিনি যে সিদ্ধান্তই নিয়েছেন তাতেই তিনি গেম চেঞ্জার হয়ে সামনে এসেছেন। কেবল নিজে নয়, তাঁর সিদ্ধান্তে তাঁর আশপাশের মানুষও উপকৃত হয়েছেন।

সেই কাজল এখন অজয় দেবগণের ঘরণীও। আসতে চলা ওয়েব সিরিজ ‘দ্যা ট্রায়াল – পেয়ার, কানুন, ধোঁকা’-র প্রচারে কাজল এখন ব্যস্ত। তার মাঝেই তিনি জানালেন এমন এক কথা যা অনেকের অজানা।

কাজল জানান, তাঁর জীবনে এমন মোড় এসেছে যেখানে তাঁর পক্ষে সিদ্ধান্ত গ্রহণ যথেষ্ট শক্ত ছিল। তিনি সিনেমায় আসার পর তিনি চরম সাফল্য পান। আবার সেই সাফল্যের চূড়ায় থাকার সময়ই বিয়ে করেন।

কাজল জানান, যখন তিনি সিনেমায় আসবেন না আসবেননা, তা নিয়ে ভাবছেন, তখন তাঁর বাবা তাঁকে সতর্ক করেছিলেন। তাঁকে যথেষ্ট ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছিলেন। কারণ একবার এই রং মুখে লাগিয়ে ফেললে কিন্তু সেই রং মুছে ফেলার আর উপায় থাকেনা। তা সারা জীবনের সঙ্গী হয়ে যায়।

বাবার সেই কথা শুনে সে সময় কাজলের মনে হয়েছিল, তিনি ওই রং যেদিন চাইবেন ঠিক মুছে ফেলবেন। সিদ্ধান্ত নেন সিনেমার জগতে পা রাখার। কিন্তু এতদিন পর কাজল মেনে নিলেন তাঁরা বাবাই সঠিক ছিলেন।

প্রসঙ্গত কাজল দ্যা ট্রায়াল-এ বাঙালি আইনজীবী নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk