National

হেলিকপ্টারের ব্লেডে গলা কাটা গেল ভারতীয় পুণ্যার্থীর

Published by
News Desk

কৈলাস মানস সরোবর যাত্রা চলছে। ভারত থেকে প্রতি বছরের মতই বহু পুণ্যার্থী কৈলাস মানস সরোবর যাত্রার জন্য নেপালে হাজির হয়েছেন। পুণ্যার্থীদের যাতায়াতের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। অনেকে হেলিকপ্টারের করে পৌঁছে যাচ্ছেন নেপালের দুর্গম হিলসা এলাকায়। এখানেই একটি খোলা জায়গায় হেলিকপ্টার দাঁড়ায়। সেখান থেকে নেমে পুণ্যার্থীরা পাড়ি দেন মানস সরোবরের উদ্দেশে। গত মঙ্গলবারও তেমনিভাবেই বেশ কিছু পুণ্যার্থীকে নিয়ে হিলসায় পৌঁছয় হেলিকপ্টার।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী হিলসায় নামার পর পুণ্যার্থীরা যখন হেলিকপ্টার থেকে নেমে আসেন তখন কোনও কারণে ওই মধ্যবয়সী ব্যক্তি কপ্টারের পিছন দিকে চলে যান। যেখানে কপ্টারের পিছনের ব্লেডটি ঘুরছিল। সেই ব্লেডে ছোঁয়া লাগতেই তাঁর মুণ্ড ধড় থেকে আলাদা হয়ে যায়। মৃত ব্যক্তির নাম নগেন্দ্র কুমার কার্তিক মেহতা। তিনি মুম্বইয়ের বাসিন্দা। দ্রুত তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পরে ফের যাত্রা শুরু হয়।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk