শেভ্রোলে টাহো, ফাইল ছবি
তিনি পেয়েছিলেন ২৬ নম্বর। কিন্তু তাঁর পছন্দ ২২ নম্বর। এদিকে ২২ নম্বরটা তো দেওয়া যাবেনা। কারণ তা অন্য একজনের নামের সঙ্গে জুড়ে আছে। কিন্তু তাঁর তো ২৬ চলবে না। এর আগে ৭ বছর ধরে তাঁর সঙ্গে ২২ নম্বরটা জুড়ে ছিল। তাই ২২-এর প্রতি তাঁর অন্য দুর্বলতা।
ঘটনাটা একটু খুলে বলা যাক। গত ৭ বছরে জুয়ান সোতো নামে ওই খেলোয়াড় ৩টি ক্লাবের হয়ে খেলেছেন। ওই ৩টি ক্লাবেই তাঁর জার্সির নম্বর ছিল ২২। এবার জুয়ান নতুন দলে যোগ দিয়েছেন।
নিউ ইয়র্ক মেটস নামে ওই বেসবল দলে তিনি যোগ দেওয়ার পর তাঁকে ২৬ নম্বর জার্সি দেওয়া হয়। কারণ ওই দলের অন্য এক পুরনো খেলোয়াড় ব্রেট ব্যাটির জার্সি নম্বর ২২।
কিন্তু জুয়ান সোতো চান ২২ তিনি পরবেন। এজন্য তিনি তাঁর চেয়ে সিনিয়র খেলোয়াড় ব্রেটের কাছে জার্সি নম্বরটির জন্য অনুরোধ করেন। জুয়ান সোতোর সেই ইচ্ছা পূরণও করেন ব্রেট ব্যাটি। তিনি তাঁর জার্সি নম্বরটি জুয়ানকে দিয়ে দেন।
এতে বেজায় খুশি হন জুয়ান সোতো। তাঁর পছন্দের নম্বর ব্যাটি তাঁকে উপহার দেওয়ায় তিনিও পাল্টা উপহার দিয়েছেন ব্যাটিকে। একটি ৯২ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ লক্ষ টাকা, এই দামের একটি এসইউভি গাড়ি উপহার দিয়ে সোতো কার্যত ব্যাটিকে চমকে দেন।
সোতো ধন্যবাদও জানান তাঁকে ২২ নম্বর জার্সি দেওয়ার জন্য। প্রসঙ্গত মার্কিন মুলুকে অন্যতম পছন্দের খেলা বেসবল। অনেকগুলি বেসবল দল রয়েছে আমেরিকায়। তার একটি প্রথমসারির দল হল নিউ ইয়র্ক মেটস।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…