World

একটানা বৃষ্টির জেরে হড়কা বান, মৃত ১০

Published by
News Desk

একটানা বৃষ্টি হয়েই চলেছে জর্ডনের দক্ষিণ অংশের বিস্তীর্ণ অংশে। তার জেরে ঐতিহাসিক পেত্রা সহ দাব্বা, ওয়ালি, মাদাবা-র মত শহরগুলিতে হানা দিচ্ছে হড়কা বান। হড়কা বানে জলের তোড়ের মুখে পড়ে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যুদ্ধকালীন তৎপরতায় মানুষজনকে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। স্থানীয়দের পাশাপাশি সরানো হচ্ছে বহু পর্যটককেও।

বিশ্বের অন্যতম আশ্চর্যের তালিকায় নাম রয়েছে পেত্রা-র। সেই শহরে এখন প্রাণ বাঁচানোর লড়াই। অন্য আশপাশের শহরেরও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ফলে সেখানেও সারা বছর পর্যটকের ভিড় লেগে থাকে। সেখানেই এখন চলছে একটানা বৃষ্টি। সঙ্গে হড়কা বানের আচমকা হানা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News