SciTech

অক্সিজেন থাকা মানেই প্রাণের অস্তিত্ব থাকবে এমন নয়, জানাল গবেষণা

সৌরজগতের বাইরের গ্রহগুলিতে প্রাণের অস্তিত্ব সম্বন্ধীয় গবেষণায় এখনও পর্যন্ত খুব বেশি জানা যায়নি। তবে বাইরে গ্রহ নিয়ে এখন বিস্তর গবেষণা হচ্ছে।

Published by
News Desk

কোনও গ্রহে অক্সিজেনের অস্তিত্ব পাওয়া মানেই যে সে গ্রহে প্রাণের অস্তিত্ব থাকবে এমন নয়। গ্রহের আবহাওয়ায় অক্সিজেন থাকা মানেই নিশ্চিত করে বলা যেতে পারেনা যে সেখানে প্রাণ আছে।

সৌরজগতের বাইরে গ্রহ নিয়ে এখন বিস্তর গবেষণা হচ্ছে। মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছিল এ বিষয়ে। সেখানে অক্সিজেন ও জৈব অণু কৃত্রিমভাবে তৈরি করা হয়।

দেখার চেষ্টা হয় এ দুটির অস্তিত্ব থাকলে সেখানে প্রাণের উৎস খুঁজে পাওয়া যায় কিনা। সেক্ষেত্রে গবেষকদের দাবি তেমন কিছু তাঁরা দেখতে পাননি।

সৌরজগতের বাইরের গ্রহগুলিতে প্রাণের অস্তিত্ব সম্বন্ধীয় গবেষণায় এখনও পর্যন্ত খুব বেশি জানা যায়নি। এটাই গবেষকদের কাছে এখনও পরিস্কার নয় যে সেখানে রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তির উৎসগুলি কী! এটাও পরিস্কার নয় যে সেসব বিক্রিয়া থেকে আদৌ অক্সিজেন উৎপন্ন হয় কিনা! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Maryland

Recent Posts