World

লোকালের জন্য ভোকাল হলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার লোকাল ফর ভোকাল-এর সপক্ষে সওয়াল করে আসছেন। সেই একই রাস্তায় এবার হাঁটলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট।

Published by
News Desk

নিউ ইয়র্ক : করোনার জেরে গত মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণা হয়েছিল। অর্থনীতি থমকে গিয়েছিল নিমেষে। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গিয়েছিল নতুন স্লোগান। ভোকাল ফর লোকাল-এর সেই স্লোগান দেশের মানুষের নজর কাড়ে।

দেশিয় জিনিসপত্র উৎপাদন, ক্রয় ও বিক্রয়ে জোর দেন প্রধানমন্ত্রী। বিদেশি জিনিস বর্জন করে ভারতের নিজস্ব জিনিসপত্র কিনতে উৎসাহ দেন। এখনও নিজের সেই ভোকাল ফর লোকাল-এর পক্ষে ভোকাল প্রধানমন্ত্রী।

ভারতের দেখানো সেই রাস্তায় এবার হাঁটলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন আমেরিকা ফার্স্ট বলে স্লোগান তুলে দিয়েছেন। জানিয়েছেন তিনি চান মার্কিন মুলুকেই তৈরি হোক প্রয়োজনীয় জিনিস।

আমেরিকার মানুষ আমেরিকার তৈরি জিনিস কিনুন। যত সরকারি কন্ট্রাক্টর রয়েছেন তাঁদেরও এবার থেকে আমেরিকাতেই যাবতীয় উৎপাদন করতে হবে বলে জানান তিনি।

যদি কোনও সংস্থা আমেরিকাতেই তাদের উৎপাদন না করে তাহলে তাদের সরকারি কোনও বরাত দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন বাইডেন। জানিয়ে দেন এই ব্যবস্থা চালু হলে আমেরিকার মানুষ আরও কাজ পাবেন।

আমেরিকায় বেকারত্বের সমস্যা করোনার পরিস্থিতির আগেও ছিল। করোনা পরিস্থিতি তা আরও বাড়িয়ে দিয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের রুজি নিশ্চিত করার একটা মরিয়া চেষ্টা যে বাইডেনের বক্তব্যে রয়েছে তা বলাই বাহুল্য।

তবে এটাও ঠিক যে এখন উৎপাদন একটা গ্লোবাল চেন পদ্ধতিরে মধ্যে বাঁধা পরে আছে। একক ভাবে পুরো উৎপাদন টেনে নিয়ে যাওয়া কোনও দেশের পক্ষেই প্রায় অসম্ভব। তাই বাইডেনের বক্তব্যে সদর্থক ভাবনা থাকলেও তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয় বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

একেবারেই বিদেশ থেকে কিছু না নিয়ে সম্পূর্ণ দেশিয় করে তোলা আমেরিকার পক্ষে আদৌ সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তবে বাইডেন যে আওয়াজ তুলে দিলেন তাতে মার্কিন মুলুকে দেশিয় জিনিসের উৎপাদন ও চাহিদা বাড়বে বলেও মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk