Categories: World

গুলি করে কুপিয়ে খুন মহিলা সাংসদকে

Published by
News Desk

এক ব্রিটিশ মহিলা সাংসদকে গুলি করে কুপিয়ে খুন করল এক ব্যাক্তি। মৃত সাংসদ লেবার পার্টির ৪১ বছর বয়সী সাংসদ জো কক্স। নিজের কেন্দ্রেই হামলার শিকার হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর দেহরক্ষীও। পরে ৫২ বছর বয়সী ওই হামলাকারীকে ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে গ্রেফতার করে পুলিশ। সামনের সপ্তাহেই ইউরোপীয়ান ইউনিয়নে ব্রিটেনের থাকা, না থাকা নিয়ে ভোট। তার আগে এদিন নিজের কেন্দ্রে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে যান কক্স। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা টুপি পরা এক ব্যাক্তির সঙ্গে অন্য এক ব্যাক্তির ঝামেলা চলছিল। তাতে জড়িয়ে পড়েন কক্স। তখনই হাতে থাকা বন্দুক থেকে গুলি ছোঁড়ে সাদা টুপি পরা ব্যাক্তি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কক্স। তখনই তাঁকে পরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে কক্সকে হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

Share
Published by
News Desk