Kolkata

জ্ঞানপীঠ পাচ্ছেন কবি শঙ্খ ঘোষ

Published by
News Desk

এ বছরের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কবি শঙ্খ ঘোষ। শুক্রবার তাঁর নাম ঘোষণা করা হয়। ২০ বছর পর ফের কোনও বাঙালির নাম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নির্বাচিত হল। ১৯৯৬ সালে মহাশ্বেতা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান। তারপর থেকে কোনও বাঙালির ঝুলিতে এই বিরল সম্মান আসেনি। এল কবি শঙ্খ ঘোষের হাত ধরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শঙ্খ ঘোষ ইতিমধ্যেই পেয়েছেন পদ্মভূষণ সম্মান। পেয়েছেন দেশিকোত্তম, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। রবীন্দ্র পুরস্কারও পেয়েছেন তিনি। তালিকায় ছিল না শুধু জ্ঞানপীঠ। সেটাও এবার পেয়ে গেলেন বাংলা কবিতার এক অন্যতম স্তম্ভ।

 

Share
Published by
News Desk

Recent Posts