Entertainment

২ কোটি ৬২ লক্ষে বিক্রি রাউলিংয়ের চেয়ার!

Published by
News Desk

৩ লক্ষ ৯৪ হাজার ডলারে বিক্রি হয়ে গেল হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিংয়ের চেয়ার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২ কোটি ৬২ লক্ষের কিছু বেশি। এই চেয়ারে বসে হ্যারি পটারের প্রথম দুটি উপন্যাস ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফারস স্টোন’ ও ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস’ লেখেন ব্রিটিশ লেখিকা।

এডিনবারায় তখন একটি ভাড়া বাড়িতে থাকতেন রাউলিং। ১৯৩০ সালে ওক কাঠের তৈরি ওই চেয়ারটি তখন তাঁর আর্থিক পরিস্থিতির সঙ্গে খাপ খেত না। সেই চরম দারিদ্রের মধ্যে দিন কাটানোর সময় ওই দামি চেয়ারটিই ছিল তাঁর লেখার সাথী।

সেই চেয়ারটি গত বুধবার নিউ ইয়র্কে নিলামে ওঠে। চেয়ার বিক্রির পর রাউলিং জানিয়েছেন, চেয়ারটা খুব আরামদায়ক ছিল, টাইপ রাইটারের সামনে আমাকে লেখার উৎসাহ যোগাত চেয়ারটা।

Share
Published by
News Desk