World

তাঁর নামে ভারতে একটি গ্রাম রয়েছে, ১০০ বছরে প্রয়াত সেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ছিলেন যাঁর সঙ্গে ভারতের যোগ রয়েছে। ভারতে তাঁর নামে একটি গ্রাম রয়েছে। তিনি প্রয়াত হলেন ১০০ বছর বয়সে।

Published by
News Desk

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট তিনি। ২০১৫ সালে মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। তারপরও তিনি তাঁর শতায়ু পূরণ করেন। তবে ২০২৩ সাল থেকে জর্জিয়ায় তাঁর নিজ বাসভবনেই শয্যাশায়ী ছিলেন।

অবশেষে চলে গেলেন আমেরিকার একমাত্র শতায়ু প্রেসিডেন্ট জিমি কার্টার। ২০০২ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারও পান। জিমি কার্টারের সঙ্গে ভারতের একটা যোগসূত্র রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯ তম প্রেসিডেন্ট জিমি কার্টার প্রেসিডেন্ট থাকাকালীন ভারত সফরে আসেন। সে সময় তিনি হরিয়ানার একটি গ্রামে গিয়েছিলেন। ১৯৭৮ সালে জিমি কার্টার তাঁর স্ত্রীকে নিয়ে হরিয়ানার গ্রামটিতে হাজির হন। অনেকটা সময় কাটান।

একসময় সেখানে তাঁর মা লিলিয়ান স্বাস্থ্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন। তাই তাঁর ওই অঞ্চলের সঙ্গে আগেই একটা যোগসূত্র তৈরি হয়েছিল। জিমি তাই সেই গ্রামে বেশ কিছুটা সময় কাটান।

জিমি কার্টার ওই গ্রামে ঘুরে যাওয়ার পর গ্রামবাসীরা স্থির করেন তাঁরা ওই গ্রামের নাম কার্টারপুরী রাখবেন। তারপর থেকে হরিয়ানার ওই গ্রাম কার্টারপুরী হয়ে যায়। এখনও ওই গ্রামের নাম কার্টারপুরী।

একজন বাদাম কৃষক থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে পৌঁছেছিলেন জিমি কার্টার। মার্কিন প্রেসিডেন্ট থেকেছেন ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত।

সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য তাঁর দীর্ঘ প্রচেষ্টার জন্য ২০০২ সালে জিমি কার্টারকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts