Entertainment

খবরের কাগজে পড়েন তিনি নন অন্য হিরোকে সই করানো হয়েছে, মুখ খোলেন জিতেন্দ্র

তিনি চেয়েছিলেন হেমা মালিনীর সঙ্গে অভিনয় করতে। অফারে রাজিও হন। কিন্তু ১ সপ্তাহ পরে খবরের কাগজে দেখেন তিনি নন, অন্য নায়ককে দেওয়া হয়েছে সুযোগ।

Published by
News Desk

তখন তিনি তাঁর অভিনয় জীবনের প্রথমদিকে। সে সময় জিতেন্দ্র চাইছিলেন হেমা মালিনীর সঙ্গে অভিনয় করতে। হেমার বিপরীতে নায়ক হতে। সে সুযোগ হাতে এসেও পড়ে। প্রযোজক পরিচালক সুবোধ মুখোপাধ্যায় জিতেন্দ্রর সঙ্গে যোগাযোগ করেন। জানান তিনি একটি সিনেমা করছেন। নাম ‘অভিনেত্রী’।

সেই সিনেমায় হেমা মালিনীর বিপরীতে নায়ক হিসাবে জিতেন্দ্রকে নিতে চান সুবোধ মুখোপাধ্যায়। হেমা মালিনীর সঙ্গে অভিনয়ের সুযোগ শুনে সে সময় জিতেন্দ্র এতটাই আপ্লুত হন যে তাঁর আগে থেকে বুক করা ডেটগুলি পরিবর্তন করা শুরু করে দেন। যাতে সুবোধ মুখোপাধ্যায় তাঁকে যেদিনই আসতে বলবেন সেদিনই শ্যুটিংয়ে আসতে পারেন জিতেন্দ্র।

সব ডেট বদলে জিতেন্দ্র তৈরি কবে তাঁকে ডাকা হবে। কিন্তু কেউ তাঁর সঙ্গে ৫ দিনেও যোগাযোগ করেননি। এরপরই তিনি খবরের কাগজে একটি খবর পড়েন। সেখানে লেখা সুবোধ মুখোপাধ্যায়ের সিনেমা অভিনেত্রী-তে সই করেছেন হেমা মালিনী ও শশী কাপুর।

এটা দেখার পর মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে জিতেন্দ্রর। সুবোধবাবুর কাছে হাজির হয়ে জানাতে চান কেন তাঁকে কথা দিয়েও এভাবে বাদ দেওয়া হল। তিনি তাঁর অন্য ডেটগুলি পর্যন্ত বদলে বসে আছেন। আর সেখানে তাঁকে কিছু না জানিয়েই শশী কাপুরকে সই করিয়ে নেওয়া হয়।

ভগ্নহৃদয়ে ফিরে আসেন জিতেন্দ্র। এরপর অবশ্য তিনি জীবনে অনেকগুলি সিনেমায় অভিনেয় করেছেন যেখানে তাঁর বিপরীতে নায়িকা ছিলেন হেমা মালিনী। একটি টিভি অনুষ্ঠানে এই অজানা কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নেন বলিউড তারকা জিতেন্দ্র।

আগামী দিনে তিনি হেমা মালিনীর সঙ্গে ‘দ্যা বার্নিং ট্রেন’, ‘দুলহন’, ‘ওয়ারিশ’, ‘মেরি আওয়াজ শুনো’, ‘আপনে আপনে’, ‘জ্যোতি’, ‘হাম তেরে আশিক হ্যায়’ সহ ২০টির ওপর সিনেমায় অভিনয় করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk