Entertainment

তোমার সিনেমায় চেষ্টা করা উচিত, বাঙালি কন্যায় মজলেন জিতেন্দ্র

এক বাঙালি কন্যায় মুগ্ধ বলিউডের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র। একসময় যাঁর নাচে কোমর দুলত গোটা ভারতের সেই জিতেন্দ্র বঙ্গকন্যাকে সিনেমায় নামার পরামর্শ দিলেন।

Published by
News Desk

তাঁর গানের গলা রয়েছে। সেইসঙ্গে তাঁকে দেখতেও সুন্দর। তাঁর অভিব্যক্তিগুলিও অসাধারণ। একজন গায়িকা হিসাবে গানটা গাওয়ার সময় তিনি গান গাওয়াটা উপভোগ করছেন। তাঁর উচিত সিনেমায় চেষ্টা করা। বলিউড তারকা জিতেন্দ্র-র কাছ থেকে এমনই তারিফ পেলেন এক বঙ্গকন্যা।

নাম বিদীপ্তা চক্রবর্তী। বিদীপ্তার গান যেমন মুগ্ধ করেছে জিতেন্দ্রকে, তেমনই তাঁর রূপে মুগ্ধ হয়েছেন জিতেন্দ্র। এই জোড়া প্রতিভার পর তাঁর সিনেমায় নামা উচিত বলে জানালেন বলিউডের জাম্পিং জ্যাক।

জিতেন্দ্র এসেছিলেন টিভি শো ইন্ডিয়ান আইডল ১৩-এ। সেখানে তাঁর সামনে বিদীপ্তা ‘শিশা হো ইয়া দিল হো’ সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান। অন্য প্রতিযোগীদের তারিফ করলেও বিদীপ্তাকে যে তাঁর সবচেয়ে পছন্দ হয়েছে তা জিতেন্দ্রর বক্তব্য থেকেই পরিস্কার হয়ে যায়।

বিদীপ্তার যে সিনেমায় চেষ্টা করা উচিত এবার, জিতেন্দ্রর মুখ থেকে একথা শোনার বিদীপ্তাও আপ্লুত ছিলেন। বলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা যে বিদীপ্তার প্রতিভায় মুগ্ধ হয়েছেন তা এই অনুষ্ঠানের বিচারক মণ্ডলীতে থাকা হিমেশ রেশমিয়া, বিশাল দদলানি এবং নেহা কক্করকেও প্রভাবিত করে।

প্রসঙ্গত এই এপিসোডটাই করা হয়েছিল জিতেন্দ্র স্পেশাল হিসাবে। সেখানে এক প্রতিযোগীর জন্য ৮০ বছরের বলিউড তারকা যে অতটাও অভিভূত হতে পারেন তা অনেকেই আশা করেননি।

ইন্ডিয়ান আইডল থেকে কিন্তু আগেও বেশ কয়েকজন প্রতিযোগী আরও বড় মঞ্চে নিজের জায়গা করে নিতে পেরেছেন। সেই তালিকায় এবার বিদীপ্তা চক্রবর্তীও জায়গা করে নিতে পারেন কিনা সেটা সময় বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk