National

প্রয়াত কাঞ্চির শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতী

Published by
News Desk

দেহত্যাগ করলেন কাঞ্চি মঠের প্রধান শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তামিলনাড়ুর কাঞ্চিপুরমে বুধবার তিনি দেহত্যাগ করেন। তিনি ছিলেন কাঞ্চি মঠের ৬৯ তম প্রধান। গত বছর থেকেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। এদিন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। দক্ষিণভারত জুড়ে তাঁর অগণিত ভক্ত রয়েছেন।

অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্যের হাত ধরে কাঞ্চির মঠ প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে সেই মঠের দায়িত্বভার বর্তেছে একের এক প্রধানের হাতে। শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতী ছিলেন ৬৯ তম প্রধান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তাঁর ভক্তদের মধ্যে।

Share
Published by
News Desk