National

স্তব্ধ চেন্নাই, বিহ্বল তামিলনাড়ু

Published by
News Desk

রাস্তাঘাট হরতালের মত শুনশান। সর্বত্র শ্মশানের নিস্তব্ধতা। সকলের মুখ থমথম করছে। কারও বা চোখে জল। কেউ আবার চেপে রাখেননি ভিতরের কষ্ট। বুক চাপড়ে কাঁদছেন। মঙ্গলবার সকাল থেকে চেন্নাই সহ গোটা তামিলনাড়ুর ছবিটাই কমবেশি এরকম। কোনও দোকানপাট খোলা নেই। রাস্তায় নেই বাস বা গাড়ি। গোটা রাজ্যটাই শোকে বিহ্বল। মুখ্যমন্ত্রীর মৃত্যুতে রাজ্যে ৭ দিনের শোক দিবস ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ বন্ধ থাকবে ৩ দিন। সরকারি দফতরেও এদিন ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিও। বন্ধ সিনেমা হলও। তবে ট্রেন চলাচল স্বাভাবিক। দূরপাল্লার ট্রেনগুলি ঠিকঠাক সময়ে চলছে। লোকাল ট্রেনও সঠিক নিয়মে চললেও, যাত্রী সংখ্যা নগণ্য। গোটা চেন্নাই জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। জয়ললিতার মৃত্যুতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে না পড়ে সেদিকে কঠোরভাবে নজর রাখা হয়েছে। তাঁদের আম্মা আর নেই। প্রয়াত জয়ললিতা। গত ৩০ বছর ধরে তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র।

 

Share
Published by
News Desk