National

জেএনইউ পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জ, রক্তাক্ত রাজধানী

Published by
News Desk

কারও মাথা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। কারও মাথা লাঠির ঘায়ে ফেটে যাওয়ার পর কোনওক্রমে চেষ্টা হচ্ছে ফেট্টি বেঁধে রক্ত বন্ধ করার। এছাড়া পুলিশ ও সিআরপিএফ-এর বেহিসাবি লাঠির ঘা তো ছিলই। খোদ রাজধানীর বুকে এভাবেই ঝরল ছাত্রদের রক্ত। সোমবার সকালে দিল্লির রাস্তায় পা মেলান জেএনইউ-র পড়ুয়ারা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে অনেক দিন ধরেই বিক্ষোভে সামিল ছাত্ররা। এদিন সেই আন্দোলন আরও একধাপ চড়িয়ে তাঁরা পার্লামেন্ট অভিযান করেন।

জেএনএইউ ছাত্রদের এই পার্লামেন্ট অভিযান রুখতে এদিন সকালেই দিল্লিতে ১৪৪ ধারা জারি করে পুলিশ। কিন্তু তবু মিছিল হয়। জেএনইউ-র শয়ে শয়ে ছাত্রছাত্রী পা মেলান এই অভিযানে। তাঁদের হাতে ছিল পোস্টার। সেখানে ছিল ফি বৃদ্ধির প্রতিবাদ। এদিকে পার্লামেন্টের ১ কিলোমিটারেরও আগে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। প্রচুর পুলিশ মোতায়েন ছিল। মিছিল ব্যারিকেডে বাধা পাওয়ার পর সেই ব্যারিকেড সরিয়ে ছাত্ররা এগিয়ে যাওয়ার চেষ্টা চালান। শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেডের ওপরে চড়ে তা টপকানোর চেষ্টা করেন অনেক ছাত্র।

এভাবে কিছুক্ষণ চলার পর পুলিশ লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জ শুরু হতে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এদিক ওদিক ছোটাছুটি শুরু হয়ে যায়। এদিকে যে ছাত্রকে নাগালের মধ্যে পুলিশ পেয়েছে তাঁকেই প্রবল মারধর করা হয়। অনেক ছাত্রকে গ্রেফতার করে তোলার হয় বাসে। রক্তাক্ত ছাত্ররাও রেহাই পাননি। এমন পরিস্থিতিতে রাজধানীর রাস্তায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts